নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’

নেত্রকোনার পূর্বধলায় রেললাইনের স্লিপার থেকে প্রায় ৪২টি নাট (ডগপিন) খুলে গেছে। পুলিশ ও প্রশাসন বলছে, দীর্ঘদিন তদারকি না থাকায় ট্রেনের ঝাঁকিতে ডগপিন খুলেছে। তবে পূর্বধলা স্টেশন কর্তৃপক্ষ ও আনসার ভিডিপি বলছে, নাশকতার উদ্দেশ্যে রাতের আঁধারে কেউ ডগপিনগুলো খুলেছে।
পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বালুরঘাট এলাকায় রেলওয়ে সেতুর ওপরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্লিপারের প্রায় ৪২টি ডগপিন খোলা দেখেন আনসার সদস্যরা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে আটকা পড়ে। রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করা হলে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, ‘ভোরে আমাদের আনসার সদস্যরা বালুঘাট এলাকায় রেললাইনের স্লিপারের অনেকগুলো ডগপিন খোলা দেখেন। পরে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ গিয়ে রেললাইনে নতুন ডগপিন বসিয়ে মেরামত করে এটি নাশকতার উদ্দেশ্যে কেউ করেছিল। এর আগে লাইনটি এমন ছিল না।’
পূর্বধলা স্টেশন মাস্টারের দায়িত্বে থাকা বুকিং সহকারী আব্দুল মোমেন বলেন, ‘রেললাইনটি আগে সম্পূর্ণ ঠিকঠাক ছিল। গতকাল রাতে কেউ নাশকতার উদ্দেশ্যে হয়তো স্লিপারের ৪২টি ডগপিন তুলে ফেলেছে। সকালে খবর পেয়ে গিয়ে ময়মনসিংহ থেকে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশনে থামিয়ে রেললাইন মেরামত করা হয়েছে।’
তবে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রেললাইনের স্লিপারের নিচে থাকা পাটাতনের কাঠগুলো জরাজীর্ণ-ভাঙাচোরা। ট্রেনের ঝাঁকিতে এগুলো দিনে দিনে খুলে পড়েছে।
ওসি আরও বলেন, ওখানে রেললাইনের এলাকাজুড়ে ৩০০-৪০০ পিন উপড়ে পড়ে গেছে। এসব ডগপিন নাশকতার উদ্দেশ্যে তুললে একাধারে সব কটি তুলে ফেলত। আর গত রাতে ডগপিন তুলে থাকলে পিনের চিহ্ন দেখলেই বোঝা যেত। এগুলো অনেক আগে থেকেই উপড়ে পড়ে গেছে। আনসার সদস্যরা এত দিন হয়তো বিষয়টি দেখেননি। আজ ভোরে নজরে আসায় তাঁরা বিষয়টি জানিয়েছেন। তবে নাশকতার কোনো কিছু ওখানে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ৩০-৪০টি ডগপিন খোলা পাওয়া গেছে। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব খুলেছে বলে মনে হয়নি। পুরোনো রেললাইন। পিনগুলো খুলে গেছে হয়তো। বিষয়টি আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়।’

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৪ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪০ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪২ মিনিট আগে