বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।
যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।

নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।
যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১১ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৭ মিনিট আগে