লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কানে স্টেথেস্কোপ লাগিয়ে রোগী দেখছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে জরুরি বিভাগে এ কাজ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং রোগী বহনকারী ব্যক্তিমালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক।
অভিযোগের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পাশের গ্রাম মোমিনপুরের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময়ে হাসপাতালের স্টাফ ইয়াসমিন আমাকে তাঁর প্রেশার মাপতে বলেন। তাই আমি এ কাজ করেছি।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘ঘটনার সময় আমি রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম। এই সুযোগে আমজাদ জরুরি বিভাগে ঢুকে থাকতে পারেন। আর আমজাদ বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক হলেও মূলত তিনি একজন দালাল, চিকিৎসক নন। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে মাঝে মাঝে ড্রেসিং কাজে সাহায্য করেন তিনি।’
চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘রোগীদের টেস্ট দিলে আমজাদ নিজে তাঁদের নিয়ে যান। নিজ স্বার্থেই কোনো রোগী এলে আগ বাড়িয়ে তাঁদের সঙ্গে পরিচিত হন তিনি। মূলত রোগীদের সমস্যা সমাধান করে দিয়ে কিছু আর্থিক সুবিধা নেন আমজাদ। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় স্টাফদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।’
সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, ‘এটা তো হওয়ার কথা না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সব সময় চিকিৎসক থাকার কথা। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, জরুরি বিভাগে বাইরের কোনো লোক এসে এভাবে চিকিৎসাসেবা দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কানে স্টেথেস্কোপ লাগিয়ে রোগী দেখছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক আমজাদ হোসেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে জরুরি বিভাগে এ কাজ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত আমজাদ হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং রোগী বহনকারী ব্যক্তিমালিকানাধীন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক।
অভিযোগের বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পাশের গ্রাম মোমিনপুরের এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময়ে হাসপাতালের স্টাফ ইয়াসমিন আমাকে তাঁর প্রেশার মাপতে বলেন। তাই আমি এ কাজ করেছি।’
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘ঘটনার সময় আমি রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম। এই সুযোগে আমজাদ জরুরি বিভাগে ঢুকে থাকতে পারেন। আর আমজাদ বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক হলেও মূলত তিনি একজন দালাল, চিকিৎসক নন। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে মাঝে মাঝে ড্রেসিং কাজে সাহায্য করেন তিনি।’
চিকিৎসা কর্মকর্তা আরও বলেন, ‘রোগীদের টেস্ট দিলে আমজাদ নিজে তাঁদের নিয়ে যান। নিজ স্বার্থেই কোনো রোগী এলে আগ বাড়িয়ে তাঁদের সঙ্গে পরিচিত হন তিনি। মূলত রোগীদের সমস্যা সমাধান করে দিয়ে কিছু আর্থিক সুবিধা নেন আমজাদ। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় স্টাফদের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।’
সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, ‘এটা তো হওয়ার কথা না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সব সময় চিকিৎসক থাকার কথা। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, জরুরি বিভাগে বাইরের কোনো লোক এসে এভাবে চিকিৎসাসেবা দিতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে