নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের বিচার এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৌলতপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ফিরোজ আহমেদ আমার এসএসসি পরীক্ষার্থী নাবালক মেয়েকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২ অক্টোবর (শনিবার) অপহরণ করে নিয়ে চলে যায়। অপহরণের পর আমার মেয়েকে ধর্ষণ করে। শনিবার রাতে প্রধান শিক্ষক ফিরোজসহ তাঁর দুই ভাইয়ের নামে থানায় অপহরণ মামলা করে আমার স্ত্রী। মামলার ৬ ঘণ্টার মধ্যে আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমি আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং অতি দ্রুত আসামিকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসারও দাবি জানাচ্ছি।’
গুরুদাসপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, গত শনিবার সকাল ১০টার দিকে এসএসসি এক পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। ঘটনাটি দেখে স্থানীয়রা অপহৃতের পরিবারকে জানালে তারা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়।
পরে রাতে ওই পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে থানায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে একই উপজেলার মামুদপুর এলাকার একটি বাড়ি থেকে অপহরণের শিকার মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষকসহ সকল আসামিকে গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে বলে জানান তিনি।

নাটোরের গুরুদাসপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের বিচার এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৌলতপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. ফিরোজ আহমেদ আমার এসএসসি পরীক্ষার্থী নাবালক মেয়েকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২ অক্টোবর (শনিবার) অপহরণ করে নিয়ে চলে যায়। অপহরণের পর আমার মেয়েকে ধর্ষণ করে। শনিবার রাতে প্রধান শিক্ষক ফিরোজসহ তাঁর দুই ভাইয়ের নামে থানায় অপহরণ মামলা করে আমার স্ত্রী। মামলার ৬ ঘণ্টার মধ্যে আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমি আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং অতি দ্রুত আসামিকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসারও দাবি জানাচ্ছি।’
গুরুদাসপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, গত শনিবার সকাল ১০টার দিকে এসএসসি এক পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায়। ব্যবহারিক পরীক্ষা শেষে সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানকালে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যান। ঘটনাটি দেখে স্থানীয়রা অপহৃতের পরিবারকে জানালে তারা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়।
পরে রাতে ওই পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে থানায় প্রধান শিক্ষকসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপরেই পুলিশ অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে একই উপজেলার মামুদপুর এলাকার একটি বাড়ি থেকে অপহরণের শিকার মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক ফিরোজ পালিয়ে যান। মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষকসহ সকল আসামিকে গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে বলে জানান তিনি।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১২ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২৪ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে