নাটোর প্রতিনিধি

নাটোরে কোটা সংস্কার আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি (২২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। রাহি নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার জাহিদ হোসেনের ছেলে। তিনি ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ফুড এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্র।
এই সংঘর্ষে শহরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনার সংবাদ সংগ্রহের সময় আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান, সময়ের আলোর নাটোর প্রতিনিধি মোহাম্মদ আলী সুফী সান্টু ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন সোহেল রানা আহত হন। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে শহরের কেন্দ্রীয় মসজিদের নিচে এসে জড়ো হয়। তাঁরা কোটা ও সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ এসে তাঁদের ঘিরে ধরে। এ সময় অদূরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সরকারবিরোধী স্লোগান থামাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।
পুলিশ তাঁদের বাধা দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় চলে যায়। এর কিছু সময় পর শহরের স্বাধীনতা চত্বর থেকে আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ মিছিল নিয়ে এলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনা দেখে আগের মিছিলের আন্দোলনকারীরা ফিরে ছাত্রদের সঙ্গে যোগ দিলে পুলিশ-ছাত্রলীগ-আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় ছায়াবানী মোড় ও কাপুরিয়াপট্টি এলাকায় আশ্রয় নিয়ে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাহির গুলিবিদ্ধ হওয়ার খবরে আন্দোলনকারীরা পুনরায় শহরের স্বাধীনতা চত্বরে জড়ো হয়। সেখানে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দফায় দফায় সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে দুপুর আড়াইটায় রামেকে ভর্তি রাহির বাবা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাহির অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তাঁকে অপারেশন থিয়েটার থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রাখবেন।’
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও পুলিশের টিম প্রস্তুত আছে।
এদিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে সকাল থেকে পুরোনো বাসস্ট্যান্ডে অবস্থান নেন আওয়ামী লীগ কর্মীরা। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহসভাপতি পৌর মেয়র উমা চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নাটোরে কোটা সংস্কার আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি (২২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। রাহি নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার জাহিদ হোসেনের ছেলে। তিনি ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ফুড এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্র।
এই সংঘর্ষে শহরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনার সংবাদ সংগ্রহের সময় আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান, সময়ের আলোর নাটোর প্রতিনিধি মোহাম্মদ আলী সুফী সান্টু ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন সোহেল রানা আহত হন। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে শহরের কেন্দ্রীয় মসজিদের নিচে এসে জড়ো হয়। তাঁরা কোটা ও সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ এসে তাঁদের ঘিরে ধরে। এ সময় অদূরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সরকারবিরোধী স্লোগান থামাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়।
পুলিশ তাঁদের বাধা দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় চলে যায়। এর কিছু সময় পর শহরের স্বাধীনতা চত্বর থেকে আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ মিছিল নিয়ে এলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনা দেখে আগের মিছিলের আন্দোলনকারীরা ফিরে ছাত্রদের সঙ্গে যোগ দিলে পুলিশ-ছাত্রলীগ-আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় ছায়াবানী মোড় ও কাপুরিয়াপট্টি এলাকায় আশ্রয় নিয়ে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাহির গুলিবিদ্ধ হওয়ার খবরে আন্দোলনকারীরা পুনরায় শহরের স্বাধীনতা চত্বরে জড়ো হয়। সেখানে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দফায় দফায় সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে দুপুর আড়াইটায় রামেকে ভর্তি রাহির বাবা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাহির অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তাঁকে অপারেশন থিয়েটার থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রাখবেন।’
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও পুলিশের টিম প্রস্তুত আছে।
এদিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে সকাল থেকে পুরোনো বাসস্ট্যান্ডে অবস্থান নেন আওয়ামী লীগ কর্মীরা। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহসভাপতি পৌর মেয়র উমা চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৭ ঘণ্টা আগে