নাটোর প্রতিনিধি

ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মৈত্রী এখন যে কোন সময়ের চেয়ে আরও জোরদার মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় গেলে ভারতের সহায়তায় বাংলাদেশ হিন্দুস্তানে পরিণত হবে, মসজিদে মসজিদে উলুধ্বনি হবে, বিএনপি-জামাত এ ধরনের উসকানিমূলক অপপ্রচার চালিয়েছিল। অথচ এক দশকের বেশি সময় ধরে দেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত সত্ত্বেও কোথাও এ ধরনের কিছু ঘটেনি। বারবার বাংলাদেশ-ভারত সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই সম্পর্ক আর কেউ চেষ্টা করেও নষ্ট করতে পারবে না। দুই দেশের মানুষ এখন আত্মিক বন্ধনে আবদ্ধ, যে বন্ধন তৈরি হয়েছে অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধের সু-সমন্বয়ে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিংড়া উপজেলার ১০১টি পূজামণ্ডপের অনুকূলে ডিও ও ব্যক্তিগত সকল পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আশার আলো প্রতিভাত হচ্ছে। এই সম্ভাবনাকে সর্বতোভাবে কাজে লাগাতে সরকার কাজ করে যাচ্ছে ৷ এ ছাড়া ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে দেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জীব কুমার ভাট্টি। এ সময় সিংড়াবাসীর সেবায় ভারত সরকারের দেওয়া একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন সঞ্জীব কুমার ভাট্টি।
সঞ্জীব কুমার ভাট্টি বলেন, দুই বাংলার মানুষের হৃদয়ের মাঝে রয়েছে পরস্পর পরস্পরের প্রতি আত্মিক সম্পর্ক। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য এক। দু’বাংলার মাঝে যুগ যুগ ধরে যে মিল এবং ঐক্য রয়েছে ভবিষ্যতে তা আরও উচ্চমাত্রায় পৌঁছাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখসহ পূজা উদ্যাপন কমিটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশের মৈত্রী এখন যে কোন সময়ের চেয়ে আরও জোরদার মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় গেলে ভারতের সহায়তায় বাংলাদেশ হিন্দুস্তানে পরিণত হবে, মসজিদে মসজিদে উলুধ্বনি হবে, বিএনপি-জামাত এ ধরনের উসকানিমূলক অপপ্রচার চালিয়েছিল। অথচ এক দশকের বেশি সময় ধরে দেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ অধিষ্ঠিত সত্ত্বেও কোথাও এ ধরনের কিছু ঘটেনি। বারবার বাংলাদেশ-ভারত সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই সম্পর্ক আর কেউ চেষ্টা করেও নষ্ট করতে পারবে না। দুই দেশের মানুষ এখন আত্মিক বন্ধনে আবদ্ধ, যে বন্ধন তৈরি হয়েছে অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধের সু-সমন্বয়ে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিংড়া উপজেলার ১০১টি পূজামণ্ডপের অনুকূলে ডিও ও ব্যক্তিগত সকল পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আশার আলো প্রতিভাত হচ্ছে। এই সম্ভাবনাকে সর্বতোভাবে কাজে লাগাতে সরকার কাজ করে যাচ্ছে ৷ এ ছাড়া ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে দেশে চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জীব কুমার ভাট্টি। এ সময় সিংড়াবাসীর সেবায় ভারত সরকারের দেওয়া একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন সঞ্জীব কুমার ভাট্টি।
সঞ্জীব কুমার ভাট্টি বলেন, দুই বাংলার মানুষের হৃদয়ের মাঝে রয়েছে পরস্পর পরস্পরের প্রতি আত্মিক সম্পর্ক। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য এক। দু’বাংলার মাঝে যুগ যুগ ধরে যে মিল এবং ঐক্য রয়েছে ভবিষ্যতে তা আরও উচ্চমাত্রায় পৌঁছাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখসহ পূজা উদ্যাপন কমিটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে