Ajker Patrika

টাকায় জিনের আছর, শুদ্ধ করতে হবে বলে আড়াই লাখ আত্মসাৎ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০১: ১৬
টাকায় জিনের আছর, শুদ্ধ করতে হবে বলে আড়াই লাখ আত্মসাৎ 

নাটোরের বাগাতিপাড়ায় এক দম্পতির বিরুদ্ধে জিনের ভয় দেখিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুরের হিজলি পাবনাপাড়ায় মানববন্ধন করেন ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী। ভুক্তভোগী ওই এলাকারই আব্দুল আওয়ালের ছেলে ফিরোজ আলী। 

মানববন্ধনে ভুক্তভোগীর ভাই ইমদাদুল হক, প্রতিবেশী আব্দুল মান্নান সালেহা বেগম প্রমুখ বক্তব্য দেন। 

ইমদাদুল বলেন, ‘ফিরোজ ছোট বেলা থেকে চানাচুর ফ্যাক্টরিতে কাজ করে। দীর্ঘদিন থেকে সে টাকা জমিয়ে বাড়ির একটি বাক্সে জমা রেখেছিল। গত বছর প্রতিবেশী রিপন ও তাঁর স্ত্রী হালিমা ওই টাকার বিষয় জানতে পারে। পরে ওই টাকা হাতিয়ে নিতে তারা প্রতারণার ফাঁদ পাতে। জমানো টাকায় জিনের আসর আছে বলে সহজ-সরল ভাইকে টাকাগুলোকে শুদ্ধ করতে হবে বলে জানায়।’ 

ইমদাদুল আরও বলেন, ‘রাতে ওই স্বামী-স্ত্রী জিন হাজির করে ওই টাকা শুদ্ধ করে তাকে পুনরায় দেওয়া হবে বলেও জানায়। এর পর জিন হাজিরের নাটক সাজিয়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতিবেশী রিপন-হালিমা দম্পতি। পরে প্রায় এক বছর হলেও ওই টাকা তারা ফেরত দেয়নি। টাকা ফেরত না পেয়ে তার ভাই ফিরোজ এখন পাগল প্রায় হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে।’ 

টাকা উদ্ধারে গ্রামে সালিস বৈঠকও করা হয়েছে, এমনকি থানাও জানানো হয়েছিল। কিন্তু প্রতিকার না পেয়ে আদালতে মামলা করা হয়। যুক্ত করেন ইমদাদুল। 

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুকাদ্দেস আলী জানান, প্রায় দুই মাস আগে এ বিষয়ে একটি উন্মুক্ত সালিস হয়েছিল। তিনি নিজেও বৈঠকে ছিলেন। ওই সালিসে রিপন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। সালিসের সিদ্ধান্তে দুই লাখ টাকা ফেরতের জন্য রিপন একটা তারিখও নিয়েছিলেন। কিন্তু পরে তিনি আর টাকা ফেরত দেননি। 

এ বিষয়ে অভিযুক্ত রিপন ও তাঁর স্ত্রী হালিমার সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের বাড়িতে গেলে বক্তব্য পাওয়া যায়নি। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হয়েছিল। পরে তাঁরা আদালতে একটি মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত