লালপুর (নাটোর) প্রতিনিধি

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ওপর ভিসা নীতির প্রয়োগ শুরু করলেও এটি দেশটির প্রধান লক্ষ্য নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই প্রসঙ্গে বাংলা প্রবাদ ‘ঝিকে মেরে বউকে শেখানো’ উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ভয় দেখানো, যাতে সরকার নতজানু হয়ে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
গতকাল শনিবার নাটোরের লালপুরে আখচাষি নেতা শহীদ আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে। ‘নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুশ্চিন্তায়’ মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। এই ভিসা নীতির প্রয়োগ ‘ঝিকে মেরে বউকে শেখানোর’ শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো-প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রাশেদ খান মেনন।
তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনকে বানচাল করতে ভিসা নীতি আরোপ করেছে। এতে কোনো লাভ হবে না।
গতকাল সন্ধ্যায় লালপুরের গোপালপুর পৌরসভার কড়ইতলা প্রাঙ্গণে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, আখচাষি নেতা আব্দুস সালাম ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২ নম্বর গেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ওপর ভিসা নীতির প্রয়োগ শুরু করলেও এটি দেশটির প্রধান লক্ষ্য নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই প্রসঙ্গে বাংলা প্রবাদ ‘ঝিকে মেরে বউকে শেখানো’ উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ভয় দেখানো, যাতে সরকার নতজানু হয়ে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
গতকাল শনিবার নাটোরের লালপুরে আখচাষি নেতা শহীদ আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে। ‘নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুশ্চিন্তায়’ মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। এই ভিসা নীতির প্রয়োগ ‘ঝিকে মেরে বউকে শেখানোর’ শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো-প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রাশেদ খান মেনন।
তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনকে বানচাল করতে ভিসা নীতি আরোপ করেছে। এতে কোনো লাভ হবে না।
গতকাল সন্ধ্যায় লালপুরের গোপালপুর পৌরসভার কড়ইতলা প্রাঙ্গণে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, আখচাষি নেতা আব্দুস সালাম ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২ নম্বর গেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে