Ajker Patrika

শ্রমিকনেতা মনজুর হত্যা: ১ বছর পর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 
শ্রমিকনেতা মনজুর হত্যা: ১ বছর পর আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ এক বছর পর নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের শ্রমিকনেতা মনজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি হাসান আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে নাটোরে আনার পর আদালতে পাঠানো হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ২০২৪ সালের ৩০ মে রাত রাতে নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশনের পাশে একটি চা-স্টলে আড্ডা দেওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমানের মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

পরে ওই বছরের ২ মে নিহত মনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে ১৬ জনের নামে লালপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি হাসান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। হাসানের নামে লালপুর থানায় আরও ১৪টি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত