নাটোর প্রতিনিধি

সমন্বয়ক বেড়ে যাওয়ায় নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে শহরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সমাবেশ ডেকে এ ঘোষণা দেন।
আজ রোববার সকাল থেকে নাটোর জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রী সমাবেশে যোগ দেন। সমাবেশে আসা শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ চত্বর। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকেরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন ১৮ জুলাই গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহি। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী রনি, শিশির মাহমুদ, ইসাহাক, মুসা, জনি, সাংবাদিক নেতা নাজমুল হাসানসহ শিক্ষক ও অভিভাবকেরা। এ সময় ছাত্রদের ওপর গুলি চালানোর দায়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম ও অসহযোগিতার দায়ে এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলামের পদত্যাগ ও বিচার দাবি করা হয়।
জুলাইয়ে নাটোর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম যখন দানা বাঁধে তখন রাজপথে নেমেছিলেন অন্যূন অর্ধশত শিক্ষার্থী। তাঁরা রীতি মেনে পুলিশের বিশেষ শাখার অনুমতি নিয়ে দুই দিন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। ১৮ জুলাই শহরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর আর রাস্তায় নামতে পারেননি শিক্ষার্থীরা। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাটোরে বেড়ে চলেছে আন্দোলন সমন্বয়কের সংখ্যা। তাতে সাধারণ শিক্ষার্থীরা বিভক্ত হয়ে শৃঙ্খলাহীন যাতে না হন, সে লক্ষ্যে নাটোরে শিক্ষার্থীদের সব আন্দোলন সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। শেখ হাসিনাকে পতন করে আমরা ঘরে ফিরেছি। আমাদের আন্দোলন সফল হয়েছে। তবে এই আন্দোলন দমাতে আমাদের ওপর গুলি চালানো হয়েছে। ১৮ জুলাই শহরের ছায়াবাণী ও মাদ্রাসা মোড়ে আমাদের ওপর গুলি চালায় পুলিশ। এই গুলি চালানোর নির্দেশ দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যের বিচার দাবি করছি।’
সংঘর্ষের দিন গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহি বলেন, ‘১৮ তারিখ ও এর আগে আমরা মাত্র কয়েকজন সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম। সেদিন আমাদের পাশে কেউ ছিল না। অথচ আজ আন্দোলনকারী ও সমন্বয়কের দাবিদারের অভাব নেই। আমরা কিছু পাওয়ার লোভে পুলিশের সামনে বুক পেতে দিইনি। আমরা যাদের জন্য জীবনের ঝুঁকি নিলাম, তাঁদের এই উপলব্ধি থাকা উচিত।’
সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ বলেন, ‘আজ থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই। কেউ আর সমন্বয়ক না। আমরা সবাই সমান। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো দল নেই। আজ থেকে আমরা শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় নিয়ে চলব।’
শিশির মাহমুদ আরও বলেন, ‘এ আন্দোলনে কারও অবদানই কম নয়, সবার অবদান রয়েছে। প্রত্যেকের অবদানই সমানভাবে স্বীকার করি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াব। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করব।’
সাংবাদিক নেতা নাজমুল হাসান বলেন, নাটোরের সর্বস্তরের গণমাধ্যমকর্মী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন। কোটা আন্দোলনের সব শিক্ষার্থী যেন সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ না করে, ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখেন।

সমন্বয়ক বেড়ে যাওয়ায় নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে শহরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সমাবেশ ডেকে এ ঘোষণা দেন।
আজ রোববার সকাল থেকে নাটোর জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রী সমাবেশে যোগ দেন। সমাবেশে আসা শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ চত্বর। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকেরা উপস্থিত হন। উপস্থিত ছিলেন ১৮ জুলাই গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহি। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী রনি, শিশির মাহমুদ, ইসাহাক, মুসা, জনি, সাংবাদিক নেতা নাজমুল হাসানসহ শিক্ষক ও অভিভাবকেরা। এ সময় ছাত্রদের ওপর গুলি চালানোর দায়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম ও অসহযোগিতার দায়ে এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলামের পদত্যাগ ও বিচার দাবি করা হয়।
জুলাইয়ে নাটোর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথম যখন দানা বাঁধে তখন রাজপথে নেমেছিলেন অন্যূন অর্ধশত শিক্ষার্থী। তাঁরা রীতি মেনে পুলিশের বিশেষ শাখার অনুমতি নিয়ে দুই দিন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। ১৮ জুলাই শহরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের পর আর রাস্তায় নামতে পারেননি শিক্ষার্থীরা। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাটোরে বেড়ে চলেছে আন্দোলন সমন্বয়কের সংখ্যা। তাতে সাধারণ শিক্ষার্থীরা বিভক্ত হয়ে শৃঙ্খলাহীন যাতে না হন, সে লক্ষ্যে নাটোরে শিক্ষার্থীদের সব আন্দোলন সমন্বয়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি। শেখ হাসিনাকে পতন করে আমরা ঘরে ফিরেছি। আমাদের আন্দোলন সফল হয়েছে। তবে এই আন্দোলন দমাতে আমাদের ওপর গুলি চালানো হয়েছে। ১৮ জুলাই শহরের ছায়াবাণী ও মাদ্রাসা মোড়ে আমাদের ওপর গুলি চালায় পুলিশ। এই গুলি চালানোর নির্দেশ দেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যের বিচার দাবি করছি।’
সংঘর্ষের দিন গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহি বলেন, ‘১৮ তারিখ ও এর আগে আমরা মাত্র কয়েকজন সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়েছিলাম। সেদিন আমাদের পাশে কেউ ছিল না। অথচ আজ আন্দোলনকারী ও সমন্বয়কের দাবিদারের অভাব নেই। আমরা কিছু পাওয়ার লোভে পুলিশের সামনে বুক পেতে দিইনি। আমরা যাদের জন্য জীবনের ঝুঁকি নিলাম, তাঁদের এই উপলব্ধি থাকা উচিত।’
সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ বলেন, ‘আজ থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই। কেউ আর সমন্বয়ক না। আমরা সবাই সমান। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোনো দল নেই। আজ থেকে আমরা শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয় নিয়ে চলব।’
শিশির মাহমুদ আরও বলেন, ‘এ আন্দোলনে কারও অবদানই কম নয়, সবার অবদান রয়েছে। প্রত্যেকের অবদানই সমানভাবে স্বীকার করি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াব। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করব।’
সাংবাদিক নেতা নাজমুল হাসান বলেন, নাটোরের সর্বস্তরের গণমাধ্যমকর্মী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন। কোটা আন্দোলনের সব শিক্ষার্থী যেন সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণ না করে, ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখেন।

নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
২৭ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
৩৯ মিনিট আগে
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।
১ ঘণ্টা আগে