প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর): করোনাকালে পরিবার নিয়ে কষ্টে থাকা বাউল নিত্যানন্দ এবং তাঁর সঙ্গে থাকা আরও আটটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
অভাব–অনটনে থাকা এই বাউলদের নিজস্ব কোনো ঠিকানা নেই। বর্তমানে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে তাঁদের বসবাস। গত সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
লকডাউনে গানের আসর বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের স্ত্রী–সন্তানদের নিয়ে চরম অর্থকষ্টে পড়েন বাউল নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবার। তাঁদের বর্তমান জীবনের দুঃখ–কষ্টের কথা ইউএনওকে জানালে ইউএনও নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেন।
নিত্যানন্দ বাউল বলেন, `গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গানের আসর বন্ধ হয়ে যায়। শুরু হয় নিদারুণ কষ্টের দিন। এ বছরের জানুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নতুন করে লকডাউনে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছিলাম। আমাদের কষ্টের কথা শুনে উপজেলা প্রশাসন থেকে খাদ্যসহযোগিতা করা হয়েছে। আশা করি অনেক দিন চলে যাবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, নিত্যানন্দ বাউল এবং প্রায় আটটি বাউলপরিবার একসঙ্গে বিভিন্ন জায়গায় গানবাজনা করত। করোনার কারণে তাদের গানবাজনা বন্ধ হয়ে গেছে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল গান। করোনার সংক্রমণ এবং লকডাউনে আর্থিক সংকটে পড়ার খবর তাদের কাছে শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। নিত্যানন্দের বিনয়ী কথাবার্তা মুগ্ধ করেছে। করোনায় আর্থিক কষ্টে থাকলেও মলিন মুখে সুন্দর করে কুশল বিনিময় করেছেন তিনি। সংসারের আর্থিক দুরবস্থার কথা জেনে তাঁর প্রতি ভালোবাসার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা তাঁদের মধ্যে প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর (নাটোর): করোনাকালে পরিবার নিয়ে কষ্টে থাকা বাউল নিত্যানন্দ এবং তাঁর সঙ্গে থাকা আরও আটটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
অভাব–অনটনে থাকা এই বাউলদের নিজস্ব কোনো ঠিকানা নেই। বর্তমানে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে তাঁদের বসবাস। গত সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
লকডাউনে গানের আসর বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের স্ত্রী–সন্তানদের নিয়ে চরম অর্থকষ্টে পড়েন বাউল নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবার। তাঁদের বর্তমান জীবনের দুঃখ–কষ্টের কথা ইউএনওকে জানালে ইউএনও নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেন।
নিত্যানন্দ বাউল বলেন, `গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গানের আসর বন্ধ হয়ে যায়। শুরু হয় নিদারুণ কষ্টের দিন। এ বছরের জানুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নতুন করে লকডাউনে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছিলাম। আমাদের কষ্টের কথা শুনে উপজেলা প্রশাসন থেকে খাদ্যসহযোগিতা করা হয়েছে। আশা করি অনেক দিন চলে যাবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, নিত্যানন্দ বাউল এবং প্রায় আটটি বাউলপরিবার একসঙ্গে বিভিন্ন জায়গায় গানবাজনা করত। করোনার কারণে তাদের গানবাজনা বন্ধ হয়ে গেছে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল গান। করোনার সংক্রমণ এবং লকডাউনে আর্থিক সংকটে পড়ার খবর তাদের কাছে শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। নিত্যানন্দের বিনয়ী কথাবার্তা মুগ্ধ করেছে। করোনায় আর্থিক কষ্টে থাকলেও মলিন মুখে সুন্দর করে কুশল বিনিময় করেছেন তিনি। সংসারের আর্থিক দুরবস্থার কথা জেনে তাঁর প্রতি ভালোবাসার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা তাঁদের মধ্যে প্রদান করা হয়েছে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে