লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, মাদক কারবারি আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন। আজ বুধবার তিনি গাঁজা বিক্রি করতে স্কুলে এসেছেন, এমন খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাঁকে ডেকেছিল বলে আল আমিন স্বীকারোক্তি দেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছেন বলে শুনেছি। স্কুলে যাওয়া-আসার পথে তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন বলেও শিক্ষার্থীদের কাছ থেকে আজ অভিযোগ পেয়েছি।’ তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটক আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার বলেন, মাদক কারবারি আল আমিন হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন। আজ বুধবার তিনি গাঁজা বিক্রি করতে স্কুলে এসেছেন, এমন খবর পেয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাঁকে ডেকেছিল বলে আল আমিন স্বীকারোক্তি দেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছেন বলে শুনেছি। স্কুলে যাওয়া-আসার পথে তিনি ছাত্রীদের উত্ত্যক্ত করেন বলেও শিক্ষার্থীদের কাছ থেকে আজ অভিযোগ পেয়েছি।’ তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবেন।
এ ব্যাপারে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, আটক আল আমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৩ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
২৯ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৩ মিনিট আগে