নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার হওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে নরসিংদী সদর থানা-পুলিশ। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া যুবকের নাম ইসমাইল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে। অপরদিকে হেনস্তার স্বীকার ওই তরুণ-তরুণীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এর আগে, গত বুধবার (১৮ মে) সকাল সাড়ে পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘অশালীন পোশাক’ পরার অজুহাতে এক তরুণী ও তাঁর দুই বন্ধুকে হেনস্তা করে স্থানীয় এক নারী ও কয়েজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকাল সাড়ে ৫টায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তাঁর দুই বন্ধু। ওইসময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক মহিলা তরুণীর পোশাক দেখে বাজে মন্তব্য করেন। ওই তরুণী সেটার জবাব দিলে মাঝবয়সী ওই মহিলার সঙ্গে তাঁর তর্ক হয়। তর্কের একপর্যায়ে ওই মহিলা তরুণীর গায়ে হাত তুলতে গেলে তাঁর দুই বন্ধু প্রতিবাদ করে। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে তরুণীকে টানাহেঁচড়া করেন ওই মহিলা। পরে তরুণী ও তাঁর দুই বন্ধু স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা নেন।
সবশেষ, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলে ধারণ করা ভিডিও দেখে শুক্রবার রাত ৯টার দিকে ইসমাইল ইসলাম নামের ওই যুবককে আটক করে নরসিংদী সদর থানা-পুলিশ। পরে তাঁকে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ‘হেনস্তার শিকার ওই তরুণীর পরণে আধুনিক পোশাক ছিলো। ঘটনার দিন ভুক্তভোগীরা আমাদের কাছে লিখিত অভিযোগ করতে রাজি হয়নি। তবে শুক্রবার রাতে একজনকে আটক করেছি আমরা। ভুক্তভোগীদের একজনের খোঁজ পেয়েছি। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ দিতে চাইবে কি-না, তা এখনো নিশ্চিত নই।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, ‘আমরা একজনকে আটক করে ভৈরব রেলওয়ে থানা-পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ করবে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে