নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের তরোয়া এলাকার জেলখানা মোড় থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম মিয়া।
আটক ব্যক্তির নাম হারুন ওরফে বাবুল (৩৫)। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাগমারী গ্রামের বাসিন্দা তিনি। নিজেকে সাভারের আশুলিয়া হাইওয়ের উপপরিদর্শক পরিচয় দিতেন তিনি।
পুলিশ জানায়, গত ৩ জুন ট্রেনে এক নারীর সঙ্গে পরিচয় হয় ওই ব্যক্তির। সে সময় ওই নারীর ফোন নম্বর নেন তিনি। একপর্যায়ে পরিকল্পিতভাবে ওই নারীর অনেকগুলো ব্যাগ থেকে একটি ব্যাগ নিয়ে নেমে যান ওই ব্যক্তি। গত ৬ জুন ওই নারীকে ফোন করে জানান তার একটি ব্যাগ পেয়েছেন তিনি। এদিকে ওই নারী জানান ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন।
ফোন পেয়ে হারানো ব্যাগ আনতে ওই নারী তাঁর সঙ্গে দেখা করতে এলে একপর্যায়ে ওয়াশরুম যেতে যান। তখন তাঁকে জেলা শহরের জেলখানা মোড়ের হলি লাইফ হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। ওই নারী বাইরে হারুনের কাছে তাঁর কাছে থাকা ব্যাগ এবং আগের ব্যাগটি রেখে ওয়াশরুমে যান। বাইরে বের হয়ে দেখেন ওই ব্যক্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেছেন। তাঁর ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও তাঁর ব্যবহৃত সীমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিল। পরে ওই নারী হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাগ নিয়ে যাওয়ার ঘটনাটি জানান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরা থেকে তাঁর ছবি স্থানীয় সাংবাদিকদের দেন। আজ শনিবার দুপুরে স্থানীয় অনলাইন পোর্টালের শিরোনাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক শাহাদাৎ হোসেন রাজু জেলখানার মোড়ে গেলে ভুয়া পুলিশ হারুনকে দেখতে পান। এ সময় তিনি দায়িত্বরত নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল বাসার আকন্দ, সার্জেন্ট শামীম আহমেদ এবং এসআই মো. মোস্তফা কামালকে ঘটনাটি অবহিত করলে তারা হারুনকে আটক করেন। পরে তাঁকে হলি লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাঁকে চিহ্নিত করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে হারুন প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি লেজার লাইট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁকে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক রাজু বলেন, ‘তাকে জেলখানার মোড়ে দেখে আমার সন্দেহ হয়। পরে মোবাইলে থাকা ছবি দেখে নিশ্চিত হয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জানালে তারা তাকে আটক করে।’
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক নাসিম মিয়া বলেন, হারুনকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী নারী থানায় আসার পর তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের তরোয়া এলাকার জেলখানা মোড় থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিম মিয়া।
আটক ব্যক্তির নাম হারুন ওরফে বাবুল (৩৫)। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাগমারী গ্রামের বাসিন্দা তিনি। নিজেকে সাভারের আশুলিয়া হাইওয়ের উপপরিদর্শক পরিচয় দিতেন তিনি।
পুলিশ জানায়, গত ৩ জুন ট্রেনে এক নারীর সঙ্গে পরিচয় হয় ওই ব্যক্তির। সে সময় ওই নারীর ফোন নম্বর নেন তিনি। একপর্যায়ে পরিকল্পিতভাবে ওই নারীর অনেকগুলো ব্যাগ থেকে একটি ব্যাগ নিয়ে নেমে যান ওই ব্যক্তি। গত ৬ জুন ওই নারীকে ফোন করে জানান তার একটি ব্যাগ পেয়েছেন তিনি। এদিকে ওই নারী জানান ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন।
ফোন পেয়ে হারানো ব্যাগ আনতে ওই নারী তাঁর সঙ্গে দেখা করতে এলে একপর্যায়ে ওয়াশরুম যেতে যান। তখন তাঁকে জেলা শহরের জেলখানা মোড়ের হলি লাইফ হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। ওই নারী বাইরে হারুনের কাছে তাঁর কাছে থাকা ব্যাগ এবং আগের ব্যাগটি রেখে ওয়াশরুমে যান। বাইরে বের হয়ে দেখেন ওই ব্যক্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেছেন। তাঁর ব্যাগে নগদ ১৫ হাজার টাকা, চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও তাঁর ব্যবহৃত সীমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিল। পরে ওই নারী হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাগ নিয়ে যাওয়ার ঘটনাটি জানান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরা থেকে তাঁর ছবি স্থানীয় সাংবাদিকদের দেন। আজ শনিবার দুপুরে স্থানীয় অনলাইন পোর্টালের শিরোনাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক শাহাদাৎ হোসেন রাজু জেলখানার মোড়ে গেলে ভুয়া পুলিশ হারুনকে দেখতে পান। এ সময় তিনি দায়িত্বরত নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল বাসার আকন্দ, সার্জেন্ট শামীম আহমেদ এবং এসআই মো. মোস্তফা কামালকে ঘটনাটি অবহিত করলে তারা হারুনকে আটক করেন। পরে তাঁকে হলি লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাঁকে চিহ্নিত করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে হারুন প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় তাঁর কাছ থেকে একটি লেজার লাইট, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁকে নরসিংদী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক রাজু বলেন, ‘তাকে জেলখানার মোড়ে দেখে আমার সন্দেহ হয়। পরে মোবাইলে থাকা ছবি দেখে নিশ্চিত হয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে জানালে তারা তাকে আটক করে।’
নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক নাসিম মিয়া বলেন, হারুনকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী নারী থানায় আসার পর তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৫ ঘণ্টা আগে