নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)।
নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা।
মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)।
নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা।
মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৯ ঘণ্টা আগে