Ajker Patrika

ফতুল্লায় হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪২
ফতুল্লায় হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় কবির হোসেন হত্যা মামলায় ২ আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া বাকি সকলেই পলাতক ছিলেন। 

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকার সালেহা বেগম ও কোতয়ালের বাগ এলাকার মনির হোসেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতয়ালের বাগ এলাকার কাজল মিয়া, লাল খা এলাকার জুয়েল, কোতয়ালের বাগ এলাকার নুরুল ইসলাম, বরগুনা জেলার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোর জেলার লিটন। সাত আসামির মধ্যে কেবল সালেহা বেগম আদালতে উপস্থিত ছিলেন। 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শিপ্রা মোদক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার শিয়াচর এলাকার বাসিন্দা কবির হোসেন (৩৫) বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে বাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী তাসলিমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ এই রায় ঘোষণা করেছে আদালত।

একই বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘ফতুল্লা থানার একটি হত্যা মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময়ে সালেহা বেগম ছাড়া সকলেই পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত সালেহাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু শনিবার

‘প্রয়োজনের তাগিদে’ তারেক রহমানে আস্থা দিল্লির, জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন চায় বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত