নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহতকে নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে সংঘর্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার দর্শনার্থীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। ক্রেতাদের দোকানে আনাকে কেন্দ্র করে একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।
পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় বেশ কয়েক ঘণ্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলায়। আতঙ্ক দেখা দেয় সাধারণ দর্শনার্থীদের মধ্যে।

এর আগে বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম। শুরু থেকে বাণিজ্য মেলার অব্যবস্থাপনা নিয়ে নানান বিতর্ক ছিল। আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিউমার্কেটে পরিণত করা এবং শেষ সময়ে দোকানিদের মধ্যে মারামারি বাণিজ্য মেলার ইমেজ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১০ জন আহতকে নিকটস্থ ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এদিকে সংঘর্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার দর্শনার্থীদের ধারণকৃত ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানের কর্মচারীদের সঙ্গে বিএম কালেকশন ক্রোকারিজ দোকানের কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। ক্রেতাদের দোকানে আনাকে কেন্দ্র করে একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে।
পরে ঘটনাস্থল থেকে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। মারামারির ঘটনায় বেশ কয়েক ঘণ্টা থমথমে পরিবেশ ছিল পুরো বাণিজ্য মেলায়। আতঙ্ক দেখা দেয় সাধারণ দর্শনার্থীদের মধ্যে।

এর আগে বাণিজ্য মেলার ভেতর থেকে ব্যাগ, মোবাইল চুরির ঘটনা ঘটলেও মেলার ভেতর মারামারির ঘটনা এবারই প্রথম। শুরু থেকে বাণিজ্য মেলার অব্যবস্থাপনা নিয়ে নানান বিতর্ক ছিল। আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নিউমার্কেটে পরিণত করা এবং শেষ সময়ে দোকানিদের মধ্যে মারামারি বাণিজ্য মেলার ইমেজ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন অনেক ক্রেতা।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
২১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২৫ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২৫ মিনিট আগে