নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী কারখানা থেকে ছাঁটাই ও লে-অফ নোটিশকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইল এলাকার আবির ফ্যাশন কারখানায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিকেলে শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শ্রমিকেরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হন। তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। বিকেলে হঠাৎ শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাডটেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আটটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘ আলোচনার পরও শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটটি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
আবির ফ্যাশনের ব্যবস্থাপক সাগর মল্লিক বলেন, ‘আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক খাতে রয়েছেন ২ হাজার ৪০০ জন। তাঁদের মধ্যে ২০৫ জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি, যারা সব সময় নানা অজুহাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আমাদের ধারণা, কোনো একটি চক্র গার্মেন্টস খাত ধ্বংস করতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী কারখানা থেকে ছাঁটাই ও লে-অফ নোটিশকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইল এলাকার আবির ফ্যাশন কারখানায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিকেলে শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শ্রমিকেরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হন। তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। বিকেলে হঠাৎ শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাডটেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আটটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘ আলোচনার পরও শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
শ্রমিকেরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটটি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
আবির ফ্যাশনের ব্যবস্থাপক সাগর মল্লিক বলেন, ‘আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক খাতে রয়েছেন ২ হাজার ৪০০ জন। তাঁদের মধ্যে ২০৫ জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি, যারা সব সময় নানা অজুহাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আমাদের ধারণা, কোনো একটি চক্র গার্মেন্টস খাত ধ্বংস করতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।’

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩০ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৩ মিনিট আগে