নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাবুরাইল বৌবাজার এলাকার শামসু ভূঁইয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
মৃতরা হলো এ আর হাবীবুল্লাহ শিপলু (৩৩), তাঁর স্ত্রী মীম (২৬) এবং তাঁদের ছেলে সাফরান (৪)।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, শিপলু তাঁর স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিপলু ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামে স্থানীয় একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতির মালিক প্রায় ১৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এর পর থেকে পাওনাদারেরা তাঁর বিরুদ্ধে মামলা করলে সেই মামলায় নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে বৌবাজার এলাকায় একাধিকবার বিক্ষোভ করেছেন পাওনাদারেরা। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের চাপে পড়ে সপরিবারে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
শিপলুর প্রতিবেশী ভগবতী সাহা (৫০) বলেন, ‘চার মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া উঠেছিল পরিবারটি। তাদের ছেলেটা আমাকে নানু বলে ডাকত। দুজনের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ দেখি নাই। দুপুরে তাদের এক আত্মীয় এসে দরজায় নক করছিল। দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে তাদের লাশ দেখতে পায়।’
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘নিহত শিপলুর ভাই ওলিউল্লাহর মাধ্যমে জানতে পেরেছি, সমবায় সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। বিপুল গ্রাহক সমিতির কাছে টাকা পাওনা ছিল। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যা এবং পরে নিজে আত্মহত্যা করেছেন। তবে আমাদের বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ নেই। এ ঘটনায় মামলা করা হবে।’

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাবুরাইল বৌবাজার এলাকার শামসু ভূঁইয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
মৃতরা হলো এ আর হাবীবুল্লাহ শিপলু (৩৩), তাঁর স্ত্রী মীম (২৬) এবং তাঁদের ছেলে সাফরান (৪)।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, শিপলু তাঁর স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শিপলু ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামে স্থানীয় একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতির মালিক প্রায় ১৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এর পর থেকে পাওনাদারেরা তাঁর বিরুদ্ধে মামলা করলে সেই মামলায় নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে বৌবাজার এলাকায় একাধিকবার বিক্ষোভ করেছেন পাওনাদারেরা। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের চাপে পড়ে সপরিবারে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
শিপলুর প্রতিবেশী ভগবতী সাহা (৫০) বলেন, ‘চার মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া উঠেছিল পরিবারটি। তাদের ছেলেটা আমাকে নানু বলে ডাকত। দুজনের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ দেখি নাই। দুপুরে তাদের এক আত্মীয় এসে দরজায় নক করছিল। দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে তাদের লাশ দেখতে পায়।’
ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘নিহত শিপলুর ভাই ওলিউল্লাহর মাধ্যমে জানতে পেরেছি, সমবায় সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। বিপুল গ্রাহক সমিতির কাছে টাকা পাওনা ছিল। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যা এবং পরে নিজে আত্মহত্যা করেছেন। তবে আমাদের বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ নেই। এ ঘটনায় মামলা করা হবে।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৫ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২০ মিনিট আগে