নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিকদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে শহরের আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরী ওসমানের টর্চার সেল এবং শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল এলাকা ঘুরে দেখেন। টর্চার সেলটি বর্তমানে বহুতল ভবনে পরিণত হয়েছে।
পরিদর্শন শেষে র্যাব সিও তানভীর মাহমুদ পাশা বলেন, ‘মামলায় নতুন করে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিদের জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। আজমেরী ওসমানের উইনার ফ্যাশনটি এখন আর নেই। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। ত্বকীকে অপহরণ, নির্যাতন এবং লাশ ফেলে স্থান তদন্তের স্বার্থে আজ পরিদর্শন করা হয়েছে।’
আসামি শিপনকে সঙ্গে আনার বিষয়ে বলেন, ‘রিমান্ডে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তাকে সঙ্গে নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার দেওয়া বেশ কিছু তথ্য আমরা পরিদর্শনে মিল পেয়েছি। যেহেতু আগের তদন্তকারী কর্মকর্তারা এখন নেই। নতুন তদন্ত কর্মকর্তার হাতে দায়িত্ব ন্যস্ত। তাই নতুন করে ঘটনাস্থল দেখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী, দোকানি সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারব।’
ত্বকী হত্যায় অভিযুক্ত আসামি আজমেরী ওসমান নারায়ণগঞ্জের সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যায় যাদের নাম উঠে এসেছে তাঁরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ। প্রায় সাড়ে ১১ বছর পর আসামিদের গ্রেপ্তার করার মধ্যে দিয়ে গতি পেয়েছে আলোচিত এই মামলাটি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, মেজর অনাবিল ইমাম, মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন ও র্যাব-১১–এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়া।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে