
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট-কাণ্ডের প্রতিবাদ করা হেফাজতকর্মী হত্যার তিন বছর পর মামলা হয়েছে। মামলায় সাবেক দুই সংসদ সদস্য (এমপি), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি করেন হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার কোষাধ্যক্ষ শাজাহান শিবলী।
আজ মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকার মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমান। এই মামলায় নামীয় আসামি ১২৮। এছাড়া অজ্ঞাতনামা ১০০–১৫০ জন রয়েছেন।
মামলায় হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ শাহজাহান শিবলী মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২১ সালের ৩ এপ্রিল রাতে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তাঁর স্ত্রীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক এমপির ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহার নামীয় আসামীরাসহ ১০০-দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্থা করে রিসোর্ট থেকে বের করে দেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায়।
ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশি নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, সোনারগাঁয়ে হেফাজত ইসলামীর ওপর হামলায় ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট-কাণ্ডের প্রতিবাদ করা হেফাজতকর্মী হত্যার তিন বছর পর মামলা হয়েছে। মামলায় সাবেক দুই সংসদ সদস্য (এমপি), পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও ১০ পুলিশ সদস্যসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলাটি করেন হেফাজতে ইসলাম সোনারগাঁ শাখার কোষাধ্যক্ষ শাজাহান শিবলী।
আজ মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম, ঢাকার মতিঝিল জোনের সাবেক এডিসি আতিকুল ইসলাম মুরাদ, সোনারগাঁ উপজেলার সাবেক ইউএনও মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ডিবির সাবেক ওসি মো. এনামুল কবির ও সোনারগাঁ থানার সাবেক ওসি মো. হাফিজুর রহমান। এই মামলায় নামীয় আসামি ১২৮। এছাড়া অজ্ঞাতনামা ১০০–১৫০ জন রয়েছেন।
মামলায় হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ শাহজাহান শিবলী মামলার বিবরণীতে উল্লেখ করেন, ২০২১ সালের ৩ এপ্রিল রাতে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক তাঁর স্ত্রীসহ সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট হোটেলে অবকাশ যাপনের জন্য আসেন। ওই সময় দুই সাবেক এমপির ষড়যন্ত্রে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এজহার নামীয় আসামীরাসহ ১০০-দেড়শ আসামি মামুনুল হককে স্ত্রীসহ হেনস্থা করে রিসোর্ট থেকে বের করে দেয়।
পরে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের হেফাজত কর্মী ইকবাল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনার প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠায়।
ওই সময় পুলিশ তাকে রিমান্ডের নামে পুলিশি নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় তিনি ২০২১ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও উল্লেখ করেন, ওই সময় বিরূপ পরিস্থিতির কারণে ইকবাল হোসেনের পরিবার মামলা করতে সাহস পাননি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় তার পরিবারের পক্ষে মামলা করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী বলেন, সোনারগাঁয়ে হেফাজত ইসলামীর ওপর হামলায় ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল থেকে বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত
২৪ মিনিট আগে
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।
২৬ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মকছেদুল মোমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক তাঁকে এই জরিমানা করেন।
৩০ মিনিট আগে