ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রব্বানী রাব্বী (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
চিকিৎসকের বরাতে রাব্বীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, গোলাম রব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
গোলাম রব্বানীর দুলাভাই আল-আমিন ইসলাম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফাটুরবাজার গ্রামে। বর্তমানে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় গোলাম রব্বানী। ওই কারখানায় চার মাস ধরে কাজ করতেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন।
বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল ও ২৮ শতাংশ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন হাসপাতালে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তাঁরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন গোলাম রব্বানী রাব্বী (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুজন।
চিকিৎসকের বরাতে রাব্বীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, গোলাম রব্বানীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
গোলাম রব্বানীর দুলাভাই আল-আমিন ইসলাম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ফাটুরবাজার গ্রামে। বর্তমানে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় গোলাম রব্বানী। ওই কারখানায় চার মাস ধরে কাজ করতেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন সাতজন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর (৪০) নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস আলী (৩৫)। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান নিয়ন ও শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলমগীর হোসেন।
বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ নিয়ে জুয়েল ও ২৮ শতাংশ নিয়ে ইব্রাহিম ভর্তি আছেন হাসপাতালে। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
কারখানাটির সুপারভাইজার শফিকুল ইসলাম জানান, তাঁরা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে