নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন।
আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’
সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন।
আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’
সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’
নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে