সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি)

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি অথচ বিএনপির চোখে সেটি পড়ে না। বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে। সরকার যতই উন্নয়ন করুক না কেন এসব উন্নয়ন তাঁদের চোখে পড়ে না।’
আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা উড়াল সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সেতুর ওপর বসে বলে দেশে কোনো উন্নয়ন নেই। কিছুদিন পর পদ্মা সেতু দিয়ে চলাচলের সময়ও তাঁরা বলবে দেশে কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশ মাছ, খাদ্যশস্য ও সবজি উৎপাদনে অসম্ভবকে সম্ভব করেছে। এটি কোনো জাদুর কারণে নয়, সম্ভব হয়েছে বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে। এ অসম্ভবকে সম্ভব করার পেছনে সরকারের নানামুখী নীতি, দেশীয় উদ্যোক্তারা এগিয়ে এসেছে এবং তারা উৎপাদন করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছেন এবং নিজেরা লাভবান হচ্ছেন।’
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় অবস্থিত প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন-নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, আস্থা ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, পরিচালক সাইফুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালি প্রমুখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মাথাপিছু আয় ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি অথচ বিএনপির চোখে সেটি পড়ে না। বিএনপি সব সময় নেতিবাচক রাজনীতি করে। সরকার যতই উন্নয়ন করুক না কেন এসব উন্নয়ন তাঁদের চোখে পড়ে না।’
আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা উড়াল সেতু দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সেতুর ওপর বসে বলে দেশে কোনো উন্নয়ন নেই। কিছুদিন পর পদ্মা সেতু দিয়ে চলাচলের সময়ও তাঁরা বলবে দেশে কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশ মাছ, খাদ্যশস্য ও সবজি উৎপাদনে অসম্ভবকে সম্ভব করেছে। এটি কোনো জাদুর কারণে নয়, সম্ভব হয়েছে বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বের কারণে। এ অসম্ভবকে সম্ভব করার পেছনে সরকারের নানামুখী নীতি, দেশীয় উদ্যোক্তারা এগিয়ে এসেছে এবং তারা উৎপাদন করে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছেন এবং নিজেরা লাভবান হচ্ছেন।’
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকায় অবস্থিত প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারখানার চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন-নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, আস্থা ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, পরিচালক সাইফুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালি প্রমুখ।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে