Ajker Patrika

সিগারেটের নতুন প্যাকেটে পুরোনো স্ট্যাম্প ব্যবহার, কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহিম টেক্সটাইলের ভেতরে রয়েল টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। এ সময় রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট উৎপাদনের দায়ে রয়েল টোব্যাকোকে ৫ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ভ্যাট কর্মকর্তা সাইফুলকে ১৫ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দ করা হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার শলাকা সিগারেট এবং ১০ বস্তা পুরোনো রাজস্ব স্ট্যাম্প।

গোলাম মোর্শেদ জানান, প্রতিষ্ঠানটি রাজস্ব ফাঁকি দিতে বাজার থেকে পুরোনো ব্যবহৃত স্ট্যাম্প কিনে নিয়ে সিগারেটের নতুন প্যাকেটে ব্যবহার করত। এতে প্রতিদিন আনুমানিক ৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিত। অভিযানে সিগারেট ও স্ট্যাম্পগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

২০২৩ সালে একই অভিযোগে কারখানাটিতে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছিল। তবে মাত্র সাত দিন পরই তা আবার চালু করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, তামাকজাত পণ্যে শুল্ক ফাঁকি ও প্রতারণার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত