সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলিফ (১৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তাঁর বড় ভাই সেলিম ওসমানসহ ৫৭ জনের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। একই মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের আদালতে আবেদন করলে বিচারক থানা–পুলিশকে মামলা রুজুর আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু প্রমুখ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে ভিকটিমসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জমায়েত হয়। এ সময় সাবেক এমপি শামীম ওসমান, তাঁর ভাই সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়।
হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিমের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন আহত অবস্থায় আলিফকে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলিফ (১৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তাঁর বড় ভাই সেলিম ওসমানসহ ৫৭ জনের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। একই মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা মো. অহিদ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের আদালতে আবেদন করলে বিচারক থানা–পুলিশকে মামলা রুজুর আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু প্রমুখ।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২১ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ-বাংলা ব্যাংকের সামনে ভিকটিমসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জমায়েত হয়। এ সময় সাবেক এমপি শামীম ওসমান, তাঁর ভাই সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা মিছিলে হামলা চালায়।
হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিমের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এরপর ঘটনাস্থলে থাকা কয়েকজন আহত অবস্থায় আলিফকে ট্রাস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩২ মিনিট আগে