Ajker Patrika

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নজরুল ইসলাম মাহী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আটি ওয়াপদা কলোনী এলাকার পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। 

নিহত নজরুল ইসলাম মাহী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকার মো. শাজাহানের ছেলে। 

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই জানান, আজ দুপুরের দিকে তিন বন্ধু গোসল করতে ওই পুকুরে যায়। অন্য দুজন গোসল করে বাসায় ফিরলেও ওই কিশোরটি পুকুর থেকে আর ওঠেনি। পরে ওই কিশোরের বাবা আদমজী ফায়ার সার্ভিসকে জানালে তারা নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে খবর দেয়। পরে তাঁরা পুকুরে খোঁজাখুঁজি করে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে। 

আব্দুল হাই আরও জানান, সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত