নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হামলায় আড়াইহাজার থানা, গোপালদী তদন্তকেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বাদী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
লুটপাটের সময় থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ি থেকে প্রায় ১২৯টি শটগান, চায়নিজ রাইফেল, পিস্তল, গ্যাস গান লুট করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুটকৃত অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় অজ্ঞাত ৩০ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রিপন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হামলায় আড়াইহাজার থানা, গোপালদী তদন্তকেন্দ্র, কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর, লুটপাট এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বাদী জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আনন্দ মিছিল শেষে কয়েক হাজার লোক জড়ো হয় আড়াইহাজার থানার সামনে। এ সময় তাদের একটি দল থানায় হামলা চালায়। পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে চলে যান। তবে হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নেন এবং এসপির নির্দেশে সেখানে ইমামের কাছে অস্ত্র জমা রেখে নিরাপদ দূরত্বে চলে যায়। দুর্বৃত্তরা থানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাব ভাঙচুর ও বিপুল পরিমাণ অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
লুটপাটের সময় থানা, তদন্তকেন্দ্র ও ফাঁড়ি থেকে প্রায় ১২৯টি শটগান, চায়নিজ রাইফেল, পিস্তল, গ্যাস গান লুট করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুটকৃত অস্ত্র ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়ে হয়েছিল। নির্ধারিত সময় শেষে এখন অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১০ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১৩ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪৪ মিনিট আগে