সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান বলেছেন, ‘আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে। আমাদের বিকল্প কিছু নেই। পাখির মতো গুলি করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে।’
আজ রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, ‘আমাদের পেছনে এখন অত্যাচারী সরকার, আর সামনে রয়েছে কারাগার। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হলে দেশকে মুক্ত করতে হবে। যদি আমরা আগামী নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাদের নেত্রী মুক্ত হবে না।’
খালেদা জিয়া সারা বাংলাদেশ গণতন্ত্রের প্রতীক আখ্যায়িত করে তিনি বলেন, ‘গৃহকর্ম থেকে বেরিয়ে রাজনীতিতে তাঁর স্বামী জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র সমৃদ্ধ বাস্তবায়নে সারাটা জীবন চেষ্টা করে গেছেন খালেদা জিয়া।’
আযম খান আরও বলেন, ‘আমাদের নেত্রী কখনো আপস করেননি; যাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন তাঁদের সঙ্গে। নির্দলীয় নির্বাচন করতে না পারলে আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে থাকতে হবে এবং দেশে গণতন্ত্র থাকবে না। আমরা যদি দেশ এবং দেশের মানুষের জন্য আন্দোলন না করি তাহলে বাঁচানো সম্ভব নয়।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য-৪ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাসহ নারায়ণগঞ্জ জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান বলেছেন, ‘আমাদের হয় আন্দোলন করতে হবে, না হয় মরতে হবে। আমাদের বিকল্প কিছু নেই। পাখির মতো গুলি করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে।’
আজ রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি রেস্তোরাঁয় বিএনপির ঘোষিত যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ব্যাখ্যা-বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আযম খান বলেন, ‘আমাদের পেছনে এখন অত্যাচারী সরকার, আর সামনে রয়েছে কারাগার। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হলে দেশকে মুক্ত করতে হবে। যদি আমরা আগামী নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আমাদের নেত্রী মুক্ত হবে না।’
খালেদা জিয়া সারা বাংলাদেশ গণতন্ত্রের প্রতীক আখ্যায়িত করে তিনি বলেন, ‘গৃহকর্ম থেকে বেরিয়ে রাজনীতিতে তাঁর স্বামী জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র সমৃদ্ধ বাস্তবায়নে সারাটা জীবন চেষ্টা করে গেছেন খালেদা জিয়া।’
আযম খান আরও বলেন, ‘আমাদের নেত্রী কখনো আপস করেননি; যাঁরা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়েছেন তাঁদের সঙ্গে। নির্দলীয় নির্বাচন করতে না পারলে আমাদের নেতা তারেক রহমানকে নির্বাসনে থাকতে হবে এবং দেশে গণতন্ত্র থাকবে না। আমরা যদি দেশ এবং দেশের মানুষের জন্য আন্দোলন না করি তাহলে বাঁচানো সম্ভব নয়।’
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য-৪ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকাসহ নারায়ণগঞ্জ জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা।

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৪১ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
১ ঘণ্টা আগে