নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাদ বাবু (৫) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরও দুটি ধারায় ১৪ বছর ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি নাজমুল হুদা লিয়ন (২৮) আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রায়ের বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘শিশুর পরিবার ও লিয়ন পাশাপাশি বাসায় ভাড়া থাকত। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর শিশুর বাসায় টিভি দেখতে যায় তিনি। সে সময় শিশুটির মা তাদের দুজনকে এক রুমে রেখে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ শেষে ঘরে ফিরে এসে আর তাদের দেখা যায়নি। এর পর থেকেই নিখোঁজ ছিল লিয়ন ও আহাদ।’
ঘটনার পর লিয়ন মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। কিন্তু আহাদের পরিবার সেই টাকা দিতে ব্যর্থ হয়। টাকা না পেয়ে আহাদকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেন লিয়ন।
পরবর্তীকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে আদালতের জবানবন্দিতে লিয়ন জানান, নিজের ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসা করতে টাকা প্রয়োজন ছিল। কিন্তু সে টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই আহাদকে অপহরণ করে টাকা জোগাড়ের চেষ্টা চালান। টাকা না পাওয়ার ক্ষোভে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয় আহাদকে। সেই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাদ বাবু (৫) নামের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার আরও দুটি ধারায় ১৪ বছর ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয় তাঁকে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি নাজমুল হুদা লিয়ন (২৮) আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
রায়ের বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘শিশুর পরিবার ও লিয়ন পাশাপাশি বাসায় ভাড়া থাকত। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর শিশুর বাসায় টিভি দেখতে যায় তিনি। সে সময় শিশুটির মা তাদের দুজনকে এক রুমে রেখে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ শেষে ঘরে ফিরে এসে আর তাদের দেখা যায়নি। এর পর থেকেই নিখোঁজ ছিল লিয়ন ও আহাদ।’
ঘটনার পর লিয়ন মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন। কিন্তু আহাদের পরিবার সেই টাকা দিতে ব্যর্থ হয়। টাকা না পেয়ে আহাদকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেন লিয়ন।
পরবর্তীকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে আদালতের জবানবন্দিতে লিয়ন জানান, নিজের ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে চিকিৎসা করতে টাকা প্রয়োজন ছিল। কিন্তু সে টাকা জোগাড় করতে পারছিলেন না। সেই কারণেই আহাদকে অপহরণ করে টাকা জোগাড়ের চেষ্টা চালান। টাকা না পাওয়ার ক্ষোভে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয় আহাদকে। সেই মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেছেন আদালত।

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
৪৪ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে