
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতভিটা রক্ষার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন শিরিন খান নামে এক নারী। গতকাল এ ঘটনার পর তিনি বাদী হয়ে আজ রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হান্নান সাউদ (৬০) ও আয়েছ আলী (৫৮)। তাঁরা দুজন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। মামলার বাদী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।
থানায় দায়ের করা মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তাঁর স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোতলা পাকাবাড়ি তৈরি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।
ইতিমধ্যে ওই জায়গা তাঁর স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করে দিয়েছেন। গত তিন মাস আগে হঠাৎ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান-যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ির পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তাঁর স্বামীকে বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসতভিটা রক্ষার দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন শিরিন খান নামে এক নারী। গতকাল এ ঘটনার পর তিনি বাদী হয়ে আজ রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—হান্নান সাউদ (৬০) ও আয়েছ আলী (৫৮)। তাঁরা দুজন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। মামলার বাদী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।
থানায় দায়ের করা মামলার বিবরণীতে শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তাঁর স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি দোতলা পাকাবাড়ি তৈরি করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন।
ইতিমধ্যে ওই জায়গা তাঁর স্বামীর নামে স্থানীয় ভূমি অফিস নামজারি করে দিয়েছেন। গত তিন মাস আগে হঠাৎ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে জানান-যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করার কারণে এ সম্পত্তি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে তাদের বাড়ির পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান, আয়েছ আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল ইসলাম তাঁর স্বামীকে বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারণেই তিনি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রতারণা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে