নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৩৭ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে