নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী আমেনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি জেলার কালিয়া উপজেলার আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মো. ইবাদুল শেখের সঙ্গে আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে আমেনা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। সংসারে অভাব–অনটন নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত।
সাংসারিক অশান্তির কারণে ২০২০ সালের ৯ মে আমেনা খাতুন তার বাবার বাড়ি পার্শ্ববর্তী আমতলা গ্রামে চলে যান। রাতে ইবাদুল স্ত্রীকে নিজের বাড়ি আনতে শ্বশুর বাড়ি আমতলা গ্রামে যান। পরের দিন সকালে ইবাদুলের বাবা সবুর শেখ মোবাইল ফোনে জানতে পারেন তার ছেলে শ্বশুর বাড়ি আত্মহত্যা করেছে।
পরে এ ঘটনায় সবুর শেখ বাদী হয়ে কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে। তদন্তকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা খাতুন পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। আদালতেও আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পিবিআই আমেনা খাতুনকে স্বামী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।
আদালতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমেনা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

নড়াইলের কালিয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী আমেনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি জেলার কালিয়া উপজেলার আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মো. ইবাদুল শেখের সঙ্গে আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে আমেনা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। সংসারে অভাব–অনটন নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত।
সাংসারিক অশান্তির কারণে ২০২০ সালের ৯ মে আমেনা খাতুন তার বাবার বাড়ি পার্শ্ববর্তী আমতলা গ্রামে চলে যান। রাতে ইবাদুল স্ত্রীকে নিজের বাড়ি আনতে শ্বশুর বাড়ি আমতলা গ্রামে যান। পরের দিন সকালে ইবাদুলের বাবা সবুর শেখ মোবাইল ফোনে জানতে পারেন তার ছেলে শ্বশুর বাড়ি আত্মহত্যা করেছে।
পরে এ ঘটনায় সবুর শেখ বাদী হয়ে কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে। তদন্তকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা খাতুন পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। আদালতেও আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পিবিআই আমেনা খাতুনকে স্বামী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।
আদালতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমেনা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১১ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৩ মিনিট আগে