নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীর সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকার অভিযোগ তুলে তাঁর স্বামীকে গ্রাম্য সালিসে জুতাপেটা করে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন গ্রাম্য মাতব্বরেরা। গ্রাম্য সালিসে দেওয়া রায় শোনার পর স্বামী-স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিন দিন আগে উপজেলার বাতাসি গ্রামে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিনের (৩০) স্ত্রীর আরেকজনের সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে পালিয়ে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসার অভিযোগ এনে সালিস বৈঠক ডাকা হয়। গ্রাম্য মাতব্বর শহীদ খানের নেতৃত্বে ওই গ্রামের প্রভাবশালী লোকজন সালিস বৈঠকটি করেন। সালিসে স্বামী নিজামুদ্দিনকে জুতাপেটা করা হয়। এরপর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রীকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার পর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। এ ব্যাপারে শহীদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, নিজামুদ্দিনের স্ত্রী আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল। ওই নারী সম্প্রতি স্বামীর ঘর ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসেন। এ কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিজামুদ্দিনকে শাস্তিস্বরূপ জুতাপেটা করা হয়েছে। এ ছাড়া তাঁকে স্ত্রী নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এ ধরনের রায় আইনসিদ্ধ কি না—সে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুরব্বিরা গ্রাম্যভাবে সালিস করে বিভিন্ন ঘটনার বিচার করতেন, সেই ধারাবাহিকতায় এ সালিসটি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারীর সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকার অভিযোগ তুলে তাঁর স্বামীকে গ্রাম্য সালিসে জুতাপেটা করে গ্রাম ছাড়ার নির্দেশ দিয়েছেন গ্রাম্য মাতব্বরেরা। গ্রাম্য সালিসে দেওয়া রায় শোনার পর স্বামী-স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিন দিন আগে উপজেলার বাতাসি গ্রামে এ ঘটনা ঘটলেও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।
জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামের বাসিন্দা নিজামুদ্দিনের (৩০) স্ত্রীর আরেকজনের সঙ্গে সম্পর্ক এবং তার সঙ্গে পালিয়ে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসার অভিযোগ এনে সালিস বৈঠক ডাকা হয়। গ্রাম্য মাতব্বর শহীদ খানের নেতৃত্বে ওই গ্রামের প্রভাবশালী লোকজন সালিস বৈঠকটি করেন। সালিসে স্বামী নিজামুদ্দিনকে জুতাপেটা করা হয়। এরপর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রীকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার পর নিজামুদ্দিন ও তাঁর স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। এ ব্যাপারে শহীদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, নিজামুদ্দিনের স্ত্রী আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল। ওই নারী সম্প্রতি স্বামীর ঘর ছেড়ে অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসেন। এ কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিজামুদ্দিনকে শাস্তিস্বরূপ জুতাপেটা করা হয়েছে। এ ছাড়া তাঁকে স্ত্রী নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এ ধরনের রায় আইনসিদ্ধ কি না—সে প্রশ্ন করা হলে তিনি বলেন, মুরব্বিরা গ্রাম্যভাবে সালিস করে বিভিন্ন ঘটনার বিচার করতেন, সেই ধারাবাহিকতায় এ সালিসটি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৭ মিনিট আগে