নড়াইল প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আঞ্জুমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁরা ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তখন তাঁদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন হাজির হন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন।
এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে নালিশি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এ মামলায় দুজন জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন কুমার সাহাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন জামিন আবেদন করলে বিচারক শারমিন নিগার তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত আঞ্জুমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খোকন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁরা ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। তখন তাঁদের আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে দুজন হাজির হন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ৪ আগস্ট দুপুরে মিছিল নিয়ে শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি চিত্রা নদীর ওপর নির্মিত সেতুর পূর্ব পাশে পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করেন। সেই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্র-জনতাকে গুরুতর আহত করেন।
এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। এতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
এ ছাড়া স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াহিদুজ্জামান ১৯ সেপ্টেম্বর সদর আমলি আদালতে নালিশি মামলা করেন। এতে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২৫ সেপ্টেম্বর সদর থানায় এটি এজাহার হিসেবে গণ্য হয়। এ মামলায় দুজন জামিন পেতে আদালতে হাজির হয়েছিলেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে