নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।
সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।
সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১১ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
২৫ মিনিট আগে