নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।
সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।
সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৫ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৭ মিনিট আগে