নওগাঁ প্রতিনিধি

বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় এক গৃহিণীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বদলগাছী উপজেলায় বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল থেকে পৃথক পৃথক এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মান্দা উপজেলার ভোলাম গ্রামের কৃষক শামসুল আলম (৩০) এবং পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের কৃষক খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের গৃহবধূ মনিকা মন্ডল (৩৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন ও মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে পত্নীতলা উপজেলার কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ির উঠানে এসেই বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান। এছাড়া একই সময়ে ওই উপজেলার গাহন গ্রামের গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অন্যদিকে মান্দা উপজেলায় বোরো ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে শামসুল আলম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, বিকেলে শামসুল আলম হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে এদিন বিকেলে বদলগাছী উপজেলার গাবনা গ্রামে বজ্রপাতে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা মিঠু হোসেন বলেন, বিকেলে মাঠে গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক ও হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে গাছের ডাল ভেঙে পড়ে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাঁদের দুটি ছাগল।

বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় এক গৃহিণীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বদলগাছী উপজেলায় বজ্রপাতে গাছের ডাল ভেঙে পড়ে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল থেকে পৃথক পৃথক এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মান্দা উপজেলার ভোলাম গ্রামের কৃষক শামসুল আলম (৩০) এবং পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের কৃষক খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের গৃহবধূ মনিকা মন্ডল (৩৫)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন ও মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে পত্নীতলা উপজেলার কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ির উঠানে এসেই বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান। এছাড়া একই সময়ে ওই উপজেলার গাহন গ্রামের গৃহবধূ মনিকা বাড়ির সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আহত হন। স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অন্যদিকে মান্দা উপজেলায় বোরো ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে শামসুল আলম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, বিকেলে শামসুল আলম হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে এদিন বিকেলে বদলগাছী উপজেলার গাবনা গ্রামে বজ্রপাতে দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা মিঠু হোসেন বলেন, বিকেলে মাঠে গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক ও হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ সেখানে বজ্রপাত ঘটলে গাছের ডাল ভেঙে পড়ে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাঁদের দুটি ছাগল।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩২ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে