Ajker Patrika

ধামইরহাট সীমান্তে এক নারীকে পুশ ইন করেছে বিএসএফ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ১৩ জুন ২০২৫, ২২: ৫৪
ধামইরহাট সীমান্তে এক নারীকে পুশ ইন করেছে বিএসএফ
আছিয়া খাতুন। ছবি: আজকের পত্রিকা।

নওগাঁর ধামইরহাটে আছিয়া খাতুন (৪৮) নামের এক নারীকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার আইয়ুব আলী।

আছিয়া খাতুন যশোর জেলার ইসুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। কোম্পানি কমান্ডার আইয়ুব আলী বলেন, উপজেলার সীমান্ত পিলার ২৭১/৭ এসের সীমান্ত দিয়ে মধ্যরাতে বিএসএফ আছিয়া খাতুনকে বাংলাদেশে পুশ ইন করে। দুপুরে স্থানীয়রা ওই এলাকায় মাঠের মধ্যে গরু বাঁধতে গেলে ওই নারীকে দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে তাঁকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী আছিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে একটি স্কুলে আয়ার কাজ করতেন। বিএসএফের সদস্যরা রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, আছিয়া খাতুনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত