মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের দিন বিভিন্ন যানবাহনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
অন্যদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন, মৈনম দুর্গাপুর গ্রামের বয়েন উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তোতা (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন ময়নুল হক (২৫) ও বারিক হোসেন (২২) নামের দুই যবক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তোতার চাচা মাইনুল ইসলাম জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ভাতিজা তোতা বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার পর তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন।
অন্যদিকে একইদিন উপজেলা বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় আরও আটজন আহত হন। তাঁরা হলেন, জনাব আলী (৪৫), রকি (১৯), জাহিদ হাসান (৩২), রফিকুল ইসলাম (২৮), মাসুদ রানা (২৬), রবিউল ইসলাম (১৮), দীপঙ্কর (৩২) ও ময়নুল ইসলাম (৪২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তোতা নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের দিন বিভিন্ন যানবাহনে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
অন্যদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন, মৈনম দুর্গাপুর গ্রামের বয়েন উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী খালেদা বেগম (৫০)। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ফিলিং স্টেশন এলাকায় পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তোতা (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন ময়নুল হক (২৫) ও বারিক হোসেন (২২) নামের দুই যবক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তোতার চাচা মাইনুল ইসলাম জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ভাতিজা তোতা বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার পর তাঁর মৃত্যুর সংবাদ জানতে পারেন পরিবারের লোকজন।
অন্যদিকে একইদিন উপজেলা বিভিন্ন এলাকায় দুর্ঘটনায় আরও আটজন আহত হন। তাঁরা হলেন, জনাব আলী (৪৫), রকি (১৯), জাহিদ হাসান (৩২), রফিকুল ইসলাম (২৮), মাসুদ রানা (২৬), রবিউল ইসলাম (১৮), দীপঙ্কর (৩২) ও ময়নুল ইসলাম (৪২)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তোতা নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৩০ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে