নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে খাল-বিল, নদীসহ জলাশয়ে কমতে শুরু করেছে পানি। স্বল্প পানিতে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সীরা মেতেছে মাছ ধরার উৎসবে। ঝাঁকি জাল, ঠেলা জাল, পোলোসহ বিভিন্ন উপকরণে ধরছে মাছ। অনেকেই আবার খালি হাতে নেমে পড়ছেন মাছ ধরতে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট-বাজারে বিক্রি করেন অনেকে।
শীত মৌসুমের শেষ দিকে সাধারণত গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, বাইন, কাতলা মাছেই বেশি ধরা পড়ে। মিলছে সিলভার কার্প, গ্রাস কার্পসহ পুকুরে চাষ করা বিভিন্ন মাছও। বর্ষাকালে বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জমিতে আশ্রয় নেয়। এখন ধরা পড়ছে এসব মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমরইল-বেলডাঙ্গা খালে চাম্পাইডাঙ্গা, আশেকপুর, কুমরইল, বেলডাঙ্গা ও আশনদী গ্রামের ২১ জন শৌখিন শিকারিরা মিলে সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন। পোলো দিয়ে লাইন ধরে সকলে মিলে মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়ে।
শৌখিন মাছ শিকারি হামিদ খান বলেন, ‘খালের পানি কমে আসায় ৫ গ্রামের ২১ জন মিলে একসঙ্গে মাছ ধরছি। এখন পর্যন্ত ১০টি বোয়াল মাছ পেয়েছি। এর মধ্যে একটির ওজন দুই কেজি। সবকটি মিলে ১৫ কেজির মতো হবে। মাছগুলো কেটে ভাগ করা হয়েছে রান্নার জন্য।’
যতীন দাস বলেন, ‘শুধু আমাদের এখানেই নয় অন্য সব খাল-বিলেই এ সময় মাছ ধরা উৎসব চলে। অবসর সময় দেখে সকলে এক সঙ্গে মিলিত হয়ে মাছ ধরতে এসেছি। আসলে মিলিত হয়ে মাছ ধরার মজাই অন্যরকম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো দল বেধে মাছ ধরা উৎসব। দল বেধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রতিকে ধারণ করে। এ উৎসব অটুট থাকুক যুগ যুগ ধরে।’

নওগাঁর নিয়ামতপুরে খাল-বিল, নদীসহ জলাশয়ে কমতে শুরু করেছে পানি। স্বল্প পানিতে শিশু, কিশোর, বৃদ্ধসহ নানা বয়সীরা মেতেছে মাছ ধরার উৎসবে। ঝাঁকি জাল, ঠেলা জাল, পোলোসহ বিভিন্ন উপকরণে ধরছে মাছ। অনেকেই আবার খালি হাতে নেমে পড়ছেন মাছ ধরতে। দুপুর পর্যন্ত চলে মাছ ধরা। পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ হাট-বাজারে বিক্রি করেন অনেকে।
শীত মৌসুমের শেষ দিকে সাধারণত গ্রামগঞ্জে মাছ ধরার এই চিত্র চোখে পড়ে। কই, শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, বাইন, কাতলা মাছেই বেশি ধরা পড়ে। মিলছে সিলভার কার্প, গ্রাস কার্পসহ পুকুরে চাষ করা বিভিন্ন মাছও। বর্ষাকালে বিভিন্ন জলমহালের মাছ ভেসে গিয়ে ডোবা-পুকুর, খাল-বিল এবং নিচু জমিতে আশ্রয় নেয়। এখন ধরা পড়ছে এসব মাছ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের কুমরইল-বেলডাঙ্গা খালে চাম্পাইডাঙ্গা, আশেকপুর, কুমরইল, বেলডাঙ্গা ও আশনদী গ্রামের ২১ জন শৌখিন শিকারিরা মিলে সকাল থেকে মাছ ধরতে ব্যস্ত সময় পার করেন। পোলো দিয়ে লাইন ধরে সকলে মিলে মাছ ধরার এমন দৃশ্য নজর কাড়ে।
শৌখিন মাছ শিকারি হামিদ খান বলেন, ‘খালের পানি কমে আসায় ৫ গ্রামের ২১ জন মিলে একসঙ্গে মাছ ধরছি। এখন পর্যন্ত ১০টি বোয়াল মাছ পেয়েছি। এর মধ্যে একটির ওজন দুই কেজি। সবকটি মিলে ১৫ কেজির মতো হবে। মাছগুলো কেটে ভাগ করা হয়েছে রান্নার জন্য।’
যতীন দাস বলেন, ‘শুধু আমাদের এখানেই নয় অন্য সব খাল-বিলেই এ সময় মাছ ধরা উৎসব চলে। অবসর সময় দেখে সকলে এক সঙ্গে মিলিত হয়ে মাছ ধরতে এসেছি। আসলে মিলিত হয়ে মাছ ধরার মজাই অন্যরকম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো দল বেধে মাছ ধরা উৎসব। দল বেধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রতিকে ধারণ করে। এ উৎসব অটুট থাকুক যুগ যুগ ধরে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে