সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন মেসি ভক্তরা। আজ শুক্রবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌরসভার আরামনগর বাজার এলাকার জিকে প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেছিলেন। এছাড়া প্রতিটি খেলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে খাবার পরিবেশনও করেছিলেন বলে জানা গেছে।
শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক ছাড়াও কয়েকজন ব্রাজিল সমর্থকও অংশ নেন। ব্রাজিল সমর্থক সোহাগ ও আবির জানান, তাঁরা ব্রাজিল দলের সমর্থক। তবে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে তাঁরা আনন্দিত। আর এ আনন্দ ভাগ করে নিতে তাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এতে সরিষাবাড়ীর সকলেই প্রায় খুশি হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে মেসি ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া।’
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষি প্রযুক্তি সরবরাহ করবে। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানি করা সহজ হবে। বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করা যাবে। ফলে এ দেশ অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবে।’
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন মেসি ভক্তরা। আজ শুক্রবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌরসভার আরামনগর বাজার এলাকার জিকে প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেছিলেন। এছাড়া প্রতিটি খেলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে খাবার পরিবেশনও করেছিলেন বলে জানা গেছে।
শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক ছাড়াও কয়েকজন ব্রাজিল সমর্থকও অংশ নেন। ব্রাজিল সমর্থক সোহাগ ও আবির জানান, তাঁরা ব্রাজিল দলের সমর্থক। তবে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে তাঁরা আনন্দিত। আর এ আনন্দ ভাগ করে নিতে তাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এতে সরিষাবাড়ীর সকলেই প্রায় খুশি হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে মেসি ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া।’
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষি প্রযুক্তি সরবরাহ করবে। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানি করা সহজ হবে। বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করা যাবে। ফলে এ দেশ অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবে।’
আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে