নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।

ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে