নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।

ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৪ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে