শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩) ও ফরিদা বেগম (৪৫) অন্তত ১৫ জন।
জানা গেছে, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদের সামনে পেয়েছে, তাদের কামড়িয়েছে। একপর্যায়ে চারটি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড় দিয়ে আহত করেছে। একই সঙ্গে চারটি মহিষকে কামড়িয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে। এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, ‘আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।’
ফর্সা মিয়া বলেন, ‘ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের তিনজনকে কামড়িয়েছে। আবার চারটি মহিষকেও কামড়িয়েছে।’
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে টিকা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩) ও ফরিদা বেগম (৪৫) অন্তত ১৫ জন।
জানা গেছে, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদের সামনে পেয়েছে, তাদের কামড়িয়েছে। একপর্যায়ে চারটি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড় দিয়ে আহত করেছে। একই সঙ্গে চারটি মহিষকে কামড়িয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে। এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।
ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, ‘আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।’
ফর্সা মিয়া বলেন, ‘ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের তিনজনকে কামড়িয়েছে। আবার চারটি মহিষকেও কামড়িয়েছে।’
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে টিকা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
বিচারিক আদালতের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘যদিও আমি জানি, রায়ের পরে আমার যেমন কষ্ট হচ্ছে, যাঁরা আসামির মা, তাঁদেরও কষ্ট হবে। কারণ, কোনো মা-বাবা তাঁদের সন্তানকে সন্ত্রাসী হওয়ার জন্য পাঠাননি। সেই মা-বাবাদের কথা ভেবে আমারও কষ্ট হচ্ছে। তাঁরাও আমার মতো তাঁদের
৯ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনা দেখা গেছে। দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় আজ রোববার দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়। বেলা ২টার দিকে পরিস্থিতি স্বাভাবি
১৯ মিনিট আগেমাদারীপুরের সদর উপজেলায় পরিবারের সবাইকে অচেতন করে ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালানোর সময় দুজনকে ধরে পিটুনি দিয়েছে গ্রামবাসী। পুলিশ তাঁদের আটক করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সবাইকে
১ ঘণ্টা আগেঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় দুই আসামির সাজা কমিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ইনজামামুন ইসলাম ওরফে জিসানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে ১২ বছর এবং তৌহিদুল ইসলামকে যাবজ্জীবন থেকে ১০ বছর করা হয়েছে।
১ ঘণ্টা আগে