Ajker Patrika

শ্রীবরদীতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
কুকুড়ে কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা
কুকুড়ে কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩) ও ফরিদা বেগম (৪৫) অন্তত ১৫ জন।

জানা গেছে, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌঁড়াতে থাকে। কুকুরটি যাদের সামনে পেয়েছে, তাদের কামড়িয়েছে। একপর্যায়ে চারটি গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড় দিয়ে আহত করেছে। একই সঙ্গে চারটি মহিষকে কামড়িয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছে। এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, ‘আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়।’

ফর্সা মিয়া বলেন, ‘ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়িয়েছে। আমাদের পাশের গ্রামের তিনজনকে কামড়িয়েছে। আবার চারটি মহিষকেও কামড়িয়েছে।’

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা আহত সবাইকে হাসপাতাল থেকে টিকা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত