Ajker Patrika

ভাতিজিকে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা দিলেন চাচা

প্রতিনিধি
ভাতিজিকে বাল্যবিয়ে দিতে গিয়ে জরিমানা দিলেন চাচা

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে আয়োজনের দায়ে কনের চাচাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ঝিনাইগাতী থানা–পুলিশ সেখানে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন আদালত ওই বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং  কিশোরীর চাচা আবু বক্করকে দুই হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বাল্যবিবাহে শিশু, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই এ বিয়ে বন্ধ করে দিয়েছি। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ