নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ভিমরুলের কামড়ে মোছা সাওদা (২) নামে এক শিশু মারা গেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও ৫ জন আহত হয়েছে।
মৃত শিশু সাওদা একই গ্রামের ধামু সরকার বাড়ির খালেদ ভূঁইয়ার মেয়ে।
আহতরা হল-নাদিম (৫), মিম (৮), মাহিন (৩), সাওদার বড় বোন সায়মা (৫) ও পঞ্চমেন্নছা (৬৫)।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৩টার দিকে সাওদা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তার পাশেই একটি গাছে ভিমরুলের বাসা ছিল। খেলার কোনো এক সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে তারা। মুহূর্তেই এক ঝাঁক ভিমরুল সাওদার মাথা, চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় এবং আরও ৫ জনকে কামড় দেয়। পরে তার আর্তচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় সাওদাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সাওদা মারা যায়। সাওদার বড় বোন সায়মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাওদার মা নাহার আক্তার বলেন, ‘আমার দুটি মেয়ের মধ্যে সাওদা দ্বিতীয় ছিল। এভাবে ভিমরুলের কামড়ে আমার মেয়েটি মারা যাবে তা মেনে নিতে পারছি না।’
জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর তারাপাশা ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছোট বাচ্চারা খেলার সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে। এ সময় ভিমরুলের কামড়ে শিশু সাওদা মারা যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।’
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের উচিত শিশুদের দিকে সব সময় খেয়াল রাখা।

ময়মনসিংহের নান্দাইলে ভিমরুলের কামড়ে মোছা সাওদা (২) নামে এক শিশু মারা গেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও ৫ জন আহত হয়েছে।
মৃত শিশু সাওদা একই গ্রামের ধামু সরকার বাড়ির খালেদ ভূঁইয়ার মেয়ে।
আহতরা হল-নাদিম (৫), মিম (৮), মাহিন (৩), সাওদার বড় বোন সায়মা (৫) ও পঞ্চমেন্নছা (৬৫)।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৩টার দিকে সাওদা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তার পাশেই একটি গাছে ভিমরুলের বাসা ছিল। খেলার কোনো এক সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে তারা। মুহূর্তেই এক ঝাঁক ভিমরুল সাওদার মাথা, চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় এবং আরও ৫ জনকে কামড় দেয়। পরে তার আর্তচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় সাওদাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সাওদা মারা যায়। সাওদার বড় বোন সায়মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাওদার মা নাহার আক্তার বলেন, ‘আমার দুটি মেয়ের মধ্যে সাওদা দ্বিতীয় ছিল। এভাবে ভিমরুলের কামড়ে আমার মেয়েটি মারা যাবে তা মেনে নিতে পারছি না।’
জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর তারাপাশা ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছোট বাচ্চারা খেলার সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে। এ সময় ভিমরুলের কামড়ে শিশু সাওদা মারা যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।’
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের উচিত শিশুদের দিকে সব সময় খেয়াল রাখা।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে