Ajker Patrika

নান্দাইলে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ৫ 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ৫ 

ময়মনসিংহের নান্দাইলে ভিমরুলের কামড়ে মোছা সাওদা (২) নামে এক শিশু মারা গেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও ৫ জন আহত হয়েছে। 

মৃত শিশু সাওদা একই গ্রামের ধামু সরকার বাড়ির খালেদ ভূঁইয়ার মেয়ে। 

আহতরা হল-নাদিম (৫), মিম (৮), মাহিন (৩), সাওদার বড় বোন সায়মা (৫) ও পঞ্চমেন্নছা (৬৫)। 

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৩টার দিকে সাওদা বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তার পাশেই একটি গাছে ভিমরুলের বাসা ছিল। খেলার কোনো এক সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে তারা। মুহূর্তেই এক ঝাঁক ভিমরুল সাওদার মাথা, চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় এবং আরও ৫ জনকে কামড় দেয়। পরে তার আর্তচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে আহতাবস্থায় সাওদাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সাওদা মারা যায়। সাওদার বড় বোন সায়মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

সাওদার মা নাহার আক্তার বলেন, ‘আমার দুটি মেয়ের মধ্যে সাওদা দ্বিতীয় ছিল। এভাবে ভিমরুলের কামড়ে আমার মেয়েটি মারা যাবে তা মেনে নিতে পারছি না।’ 

জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৮ নম্বর তারাপাশা ওয়ার্ডের ইউপি সদস্য বাদল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছোট বাচ্চারা খেলার সময় ভিমরুলের বাসায় ঢিল ছুড়ে মারে। এ সময় ভিমরুলের কামড়ে শিশু সাওদা মারা যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।’ 

জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল বলেন, ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের উচিত শিশুদের দিকে সব সময় খেয়াল রাখা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত