সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকিট পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান।
ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
জানা গেছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ নানা বিতর্কে জড়িয়ে দলছুট হয়ে পড়েন। যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া অনেকটা জটিল হয়ে পড়ে। এ কারণে দলীয় মনোনয়ন যুদ্ধে হেরে যান তিনি। নৌকার মনোনয়ন পেয়ে যান মাহবুবুর রহমান।
পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান বলেন, ‘এমপি মুরাদ হাসানের নির্দেশেই এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার দুপুরে চিকিৎসক মুরাদ হাসান এমপির নামে একটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। প্রতিটি মনোনয়নপত্র ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির কাজ চলমান আছে।’
আজ রোববার বিকেলে মনোনয়ন ঘোষণার আগে ডা. মুরাদ হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ কারণে মোখলেছুর রহমানকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকিট পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান।
ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
জানা গেছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ নানা বিতর্কে জড়িয়ে দলছুট হয়ে পড়েন। যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া অনেকটা জটিল হয়ে পড়ে। এ কারণে দলীয় মনোনয়ন যুদ্ধে হেরে যান তিনি। নৌকার মনোনয়ন পেয়ে যান মাহবুবুর রহমান।
পৌর যুবলীগের সদস্য মোখলেছুর রহমান বলেন, ‘এমপি মুরাদ হাসানের নির্দেশেই এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার দুপুরে চিকিৎসক মুরাদ হাসান এমপির নামে একটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। প্রতিটি মনোনয়নপত্র ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রির কাজ চলমান আছে।’
আজ রোববার বিকেলে মনোনয়ন ঘোষণার আগে ডা. মুরাদ হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এ কারণে মোখলেছুর রহমানকে দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করিয়েছেন।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে