ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়না (৪১), তাঁর বড় ভাই জিয়াউল মণ্ডল জিয়া (৪৫) এবং ভাতিজা মোখলেস (৩০)।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার কোরবানি ঈদের দিন বেলা ৩টার দিকে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কৃষক লীগ নেতা নিদু কাজীকে কুপিয়ে জখম করে তাঁতী লীগ নেতা চায়নাসহ তাঁর লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যার শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কাজী।
পরে ভোররাতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোখলেসকে আটক করা হয়।
হত্যার শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোট ভাই নিদু কাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা।’
জামালপুর র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নিদু কাজী হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

জামালপুরের ইসলামপুরে কৃষক লীগ নেতা আসাদ উল্লাহ ওরফে নিদু কাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কবির হাসান চায়না (৪১), তাঁর বড় ভাই জিয়াউল মণ্ডল জিয়া (৪৫) এবং ভাতিজা মোখলেস (৩০)।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক লীগ নেতা নিদু কাজীর সঙ্গে তাঁতী লীগ নেতা কবির হাসান চায়নার মধ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার কোরবানি ঈদের দিন বেলা ৩টার দিকে তারতাপাড়া গ্রামের জায়েদা মোড় এলাকায় ধারালো দা দিয়ে কৃষক লীগ নেতা নিদু কাজীকে কুপিয়ে জখম করে তাঁতী লীগ নেতা চায়নাসহ তাঁর লোকজন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বিকেলে সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় নিদু কাজীকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন হত্যার শিকার নিদু কাজীর বড় ভাই এবং আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন কাজী।
পরে ভোররাতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে কবির হাসান চায়না এবং জিয়াউল মন্ডল জিয়াকে আটক করে। এর আগে গভীর রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারের নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মোখলেসকে আটক করা হয়।
হত্যার শিকার নিদু কাজী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
মামলা বাদী জামাল উদ্দিন কাজী বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী মাহমুদপুর বাজারে যাওয়ার পথে তারতাপাড়ার জায়েদা মোড় এলাকায় আমার ছোট ভাই নিদু কাজীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে চায়নাসহ তার সাঙ্গপাঙ্গরা।’
জামালপুর র্যাব-১৪ কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘ইসলামপুরে আসাদ উল্লাহ ওরফে নিদু কাজী হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল মাদারগঞ্জ উপজেলার নলকা এলাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘নিদু কাজী হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৫ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে