জামালপুর প্রতিনিধি

জামালপুর সদরের নান্দিনায় অ–মুক্তিযোদ্ধার নামে ঘাট ইজারা দেওয়ার অভিযোগে মামলা করেছেন চার মুক্তিযোদ্ধা। গত ১৮ জুন জামালপুরের যুগ্ম জেলা জজের প্রথম আদালতে মামলাটি করা হয়।
মামলার বাদীরা হলেন—জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার মৃত মীর বক্সের ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান, বগাবাইদ এলাকার মৃত জমশেদ আলীর ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, পিঙ্গলহাটি এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও পাথালিয়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
মামলার বিবাদীরা হলেন—জেলার সরিষাবাড়ী থানার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামের মৃত বদর আলী সরকারের ছেলে একেএম ফজলুল হক, জামালপুরের জেলা প্রশাসক ও জামালপুর জেলা পরিষদের সচিব।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, জামালপুর সদর উপজেলার নান্দিনা, হামিদপুর, নুন্দেরচর, গোবিন্দবাড়ি ফেরি ও কুলঘাট ১৮ লাখ ১৭ হাজার ৫৬৬ টাকায় ২০২৩–২৪ অর্থবছরের জন্য গত ২০ জুন জামালপুর জেলা গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের কথিত সভাপতি অমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হককে ইজারা দেওয়া হয়। তিনি নিজেকে ভারতে ট্রেনিংপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিলেও জাল কাগজপত্র তৈরি করেছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় ১৬৭২০ নম্বরটি তিনি নিজের দাবি করলেও এই নম্বরটি শেরপুর জেলার শ্রীবর্দী থানার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিনের। এসব বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তদন্ত করে ২০০৩ সালের ২২ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৮ নং সভায় ফজলুল হকের সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপরও তিনি জাল কাগজপত্র তৈরি করে নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেন।
এমন অবস্থায় গত ৮ জুন বাদীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে একজন অ–মুক্তিযোদ্ধার নামে দেওয়া ঘাটের ইজারা বাতিলের অনুরোধ করলেও কাজ হয়নি। তাই তাঁরা মামলা করেছেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান বলেন, ‘আমি আগে জানতাম না যে, ওই লোক মুক্তিযোদ্ধা না। পরে যখন মাঠপর্যায়ের মুক্তিযোদ্ধারা আমাকে বিষয়টা অবগত করেন তখন আমি বাদী হয়ে মামলা করি। অ–মুক্তিযোদ্ধা হয়ে সরকারি টাকা আত্মসাৎ করছেন তিনি। এরা আমাদের কলঙ্ক। আমরা চাই সরকার যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যেন ঘাট পায়।’
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একেএম ফজলুল হক বলেন, ‘মামলা করলে এমন মিথ্যা অভিযোগ করবেই। জেলা পরিষদ আমাকে যাচাই-বাছাই করেই ঘাট ইজারা দিয়েছে। আমি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমার কাছে সব-কাগজপত্র আছে। এসব অভিযোগ সব মিথ্যা।’
এ বিষয়ে জামালপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদ থেকে কোনো একটি ঘাট যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়ে থাকে। মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে ঘাটের জন্য আবেদন করেন। মুক্তিযোদ্ধাদের দুটি সংগঠন থেকে দুটি আবেদন জমা পড়ে। জেলা প্রশাসক সমবায় অফিসকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সমবায় অফিসের তদন্ত প্রতিবেদনের আলোকে ওই মুক্তিযোদ্ধাকে ঘাট দেওয়া হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান হিরু জেলা প্রশাসকের বরাবর ওই মুক্তিযোদ্ধাকে ঘাট দিলে কোনো আপত্তি নেই মর্মে একটি অনাপত্তিপত্র জমা দেন। ওই ঘাট নিয়ে একটি মামলা হয়েছে আমি শুনেছি।’

জামালপুর সদরের নান্দিনায় অ–মুক্তিযোদ্ধার নামে ঘাট ইজারা দেওয়ার অভিযোগে মামলা করেছেন চার মুক্তিযোদ্ধা। গত ১৮ জুন জামালপুরের যুগ্ম জেলা জজের প্রথম আদালতে মামলাটি করা হয়।
মামলার বাদীরা হলেন—জামালপুর শহরের দেওয়ানপাড়া এলাকার মৃত মীর বক্সের ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান, বগাবাইদ এলাকার মৃত জমশেদ আলীর ছেলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার জালাল উদ্দিন, পিঙ্গলহাটি এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও পাথালিয়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
মামলার বিবাদীরা হলেন—জেলার সরিষাবাড়ী থানার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামের মৃত বদর আলী সরকারের ছেলে একেএম ফজলুল হক, জামালপুরের জেলা প্রশাসক ও জামালপুর জেলা পরিষদের সচিব।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, জামালপুর সদর উপজেলার নান্দিনা, হামিদপুর, নুন্দেরচর, গোবিন্দবাড়ি ফেরি ও কুলঘাট ১৮ লাখ ১৭ হাজার ৫৬৬ টাকায় ২০২৩–২৪ অর্থবছরের জন্য গত ২০ জুন জামালপুর জেলা গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিমিটেডের কথিত সভাপতি অমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হককে ইজারা দেওয়া হয়। তিনি নিজেকে ভারতে ট্রেনিংপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিলেও জাল কাগজপত্র তৈরি করেছেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকায় ১৬৭২০ নম্বরটি তিনি নিজের দাবি করলেও এই নম্বরটি শেরপুর জেলার শ্রীবর্দী থানার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিনের। এসব বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তদন্ত করে ২০০৩ সালের ২২ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৮ নং সভায় ফজলুল হকের সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। এরপরও তিনি জাল কাগজপত্র তৈরি করে নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দেন।
এমন অবস্থায় গত ৮ জুন বাদীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে একজন অ–মুক্তিযোদ্ধার নামে দেওয়া ঘাটের ইজারা বাতিলের অনুরোধ করলেও কাজ হয়নি। তাই তাঁরা মামলা করেছেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান বলেন, ‘আমি আগে জানতাম না যে, ওই লোক মুক্তিযোদ্ধা না। পরে যখন মাঠপর্যায়ের মুক্তিযোদ্ধারা আমাকে বিষয়টা অবগত করেন তখন আমি বাদী হয়ে মামলা করি। অ–মুক্তিযোদ্ধা হয়ে সরকারি টাকা আত্মসাৎ করছেন তিনি। এরা আমাদের কলঙ্ক। আমরা চাই সরকার যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা যেন ঘাট পায়।’
অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে একেএম ফজলুল হক বলেন, ‘মামলা করলে এমন মিথ্যা অভিযোগ করবেই। জেলা পরিষদ আমাকে যাচাই-বাছাই করেই ঘাট ইজারা দিয়েছে। আমি ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমার কাছে সব-কাগজপত্র আছে। এসব অভিযোগ সব মিথ্যা।’
এ বিষয়ে জামালপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা পরিষদ থেকে কোনো একটি ঘাট যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেওয়া হয়ে থাকে। মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে ঘাটের জন্য আবেদন করেন। মুক্তিযোদ্ধাদের দুটি সংগঠন থেকে দুটি আবেদন জমা পড়ে। জেলা প্রশাসক সমবায় অফিসকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সমবায় অফিসের তদন্ত প্রতিবেদনের আলোকে ওই মুক্তিযোদ্ধাকে ঘাট দেওয়া হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান হিরু জেলা প্রশাসকের বরাবর ওই মুক্তিযোদ্ধাকে ঘাট দিলে কোনো আপত্তি নেই মর্মে একটি অনাপত্তিপত্র জমা দেন। ওই ঘাট নিয়ে একটি মামলা হয়েছে আমি শুনেছি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে