মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি মো. বাদল সুতার হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ তারতাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. বাদল সুতারের সঙ্গে তাঁর প্রতিবেশী রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. বাদল সুতার প্রতিপক্ষ মেজরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বাদলকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে আসলে মেজরের আত্মীয়রা আরেক দফায় হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারালে স্বজনেরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম মেজর তাঁর ভাই জালাল উদ্দিনসহ অন্যান্য পলাতক থাকায় তাদের বাড়িঘর লোকজন শূন্য হয়ে পড়ে। এই সুযোগে শুক্রবার সকালে তাদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা করে বাড়ি ঘরের জানালার কাচ ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
অভিযুক্ত জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে কোনো লোকবল না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে বাড়িতে হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে।’
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আসামিদের বাড়িঘরে হামলা হচ্ছে এমন খবর শোনার পরে ঘটনাস্থলে গিয়ে জানালার কাচ ও সামান্য কিছু আলামত দেখতে পেয়েছেন। কে বা কারা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত নন।

জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি মো. বাদল সুতার হত্যার ঘটনায় আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের দক্ষিণ তারতাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. বাদল সুতারের সঙ্গে তাঁর প্রতিবেশী রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির জেরে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মো. বাদল সুতার প্রতিপক্ষ মেজরসহ বেশ কয়েকজন আহত হয়। পরে বাদলকে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে নিয়ে আসলে মেজরের আত্মীয়রা আরেক দফায় হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারালে স্বজনেরা জামালপুর ২৫০ শয্যা জেনারেল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম মেজর তাঁর ভাই জালাল উদ্দিনসহ অন্যান্য পলাতক থাকায় তাদের বাড়িঘর লোকজন শূন্য হয়ে পড়ে। এই সুযোগে শুক্রবার সকালে তাদের বাড়িঘরে প্রতিপক্ষরা হামলা করে বাড়ি ঘরের জানালার কাচ ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
অভিযুক্ত জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে কোনো লোকবল না থাকায় প্রতিপক্ষের লোকজন সুযোগ বুঝে বাড়িতে হামলা করে ভাঙচুর এবং লুটপাট করেছে।’
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, আসামিদের বাড়িঘরে হামলা হচ্ছে এমন খবর শোনার পরে ঘটনাস্থলে গিয়ে জানালার কাচ ও সামান্য কিছু আলামত দেখতে পেয়েছেন। কে বা কারা করেছেন তিনি বিষয়টি নিশ্চিত নন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে