নেত্রকোনা প্রতিনিধি

ঘুষ নেওয়া, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তদন্ত কমিটিকে লাঞ্ছিত করার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ জুন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতির আদেশপত্র, ভুক্তভোগী ও জেলা আনসার কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ায় কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে উৎকোচ (ঘুষ) নেন উপজেলা আসনার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম। কিন্তু তাঁর তালিকা অনুযায়ী অনেক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। এ নিয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম।
গত ৫ মে শামছুল ইসলাম অফিস কক্ষে প্রবেশ করে ওই নারী কর্মকর্তাকে উত্ত্যক্ত ও অশালীন ভাষায় গালি দেন। একপর্যায়ে ওই কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করতে চান। অফিস কক্ষের দরজায় তালা লাগিয়ে নিজেকে রক্ষা করে আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসী। এ ঘটনায় ওই দিন বিকেলেই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসী নেত্রকোনা জেলা কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা কমান্ড্যান্ট।
তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদসহ আরও দুই সদস্য ২৬ মে মদন উপজেলা আনসার ভিডিপি অফিসে তদন্তে আসেন। ওই দিন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম তদন্ত কমিটির সামনে কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং কমিটির সব সদস্যকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তদন্ত কমিটির সদস্য যে গাড়িতে করে আসেন সেই গাড়িতে হামলা করেন। এ ছাড়া ২০০৮ সালে কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে লাঞ্ছিত, বাহিনীর শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন জানান, তদন্তে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে শামছুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ঘুষ নেওয়া, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও তদন্ত কমিটিকে লাঞ্ছিত করার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ জুন জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতির আদেশপত্র, ভুক্তভোগী ও জেলা আনসার কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মদন উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ায় কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে উৎকোচ (ঘুষ) নেন উপজেলা আসনার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম। কিন্তু তাঁর তালিকা অনুযায়ী অনেক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। এ নিয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম।
গত ৫ মে শামছুল ইসলাম অফিস কক্ষে প্রবেশ করে ওই নারী কর্মকর্তাকে উত্ত্যক্ত ও অশালীন ভাষায় গালি দেন। একপর্যায়ে ওই কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মারধর করতে চান। অফিস কক্ষের দরজায় তালা লাগিয়ে নিজেকে রক্ষা করে আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসী। এ ঘটনায় ওই দিন বিকেলেই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসী নেত্রকোনা জেলা কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা কমান্ড্যান্ট।
তদন্ত কমিটির প্রধান সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদসহ আরও দুই সদস্য ২৬ মে মদন উপজেলা আনসার ভিডিপি অফিসে তদন্তে আসেন। ওই দিন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম তদন্ত কমিটির সামনে কাগজপত্র ছিঁড়ে ফেলেন এবং কমিটির সব সদস্যকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তদন্ত কমিটির সদস্য যে গাড়িতে করে আসেন সেই গাড়িতে হামলা করেন। এ ছাড়া ২০০৮ সালে কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে লাঞ্ছিত, বাহিনীর শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিন জানান, তদন্তে সব অভিযোগ প্রমাণিত হওয়ায় কোম্পানি কমান্ডার শামছুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে শামছুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে